আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সম্প্রতি প্রকাশিত বোলারদের ক্রমতালিকায় নতুন চমক দেখা গেল। ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) শীর্ষস্থান হারিয়ে উঠে এলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা (Kagiso Rabada)। মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে অনুষ্ঠিত টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে এই অবস্থান পরিবর্তন ঘটে। রাবাডা সেই ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন, যার মধ্যে প্রথম ইনিংসে ৬ উইকেট অন্তর্ভুক্ত ছিল।
বসুন্ধরা বধের পর লক্ষ্য নেজমেহ এফসি, নতুন অঙ্ক অস্কারের!
রাবাডার এই অভূতপূর্ব পারফরম্যন্সের ফলে তিনি তালিকায় চার থেকে উঠে এসে এক নম্বরে পৌঁছান। তাঁর এই কৃতিত্বের ফলে দক্ষিণ আফ্রিকা ২০১৪ সালের পর এশিয়ার মাটিতে টেস্ট ম্যাচে জয়ী হতে সক্ষম হয়। রাবাডা মীরপুরে বল করার সময় বিশ্বের বোলারদের মধ্যে দ্রুততম ৩০০ উইকেট নেওয়ার নজির গড়েন, যা তাঁর ক্যারিয়ারের একটি বড় অর্জন।
Tiger Shroff : অভিনয় ছেড়ে নতুন ভূমিকায় আত্মপ্রকাশ টাইগার শ্রফের
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড, যিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যন্স প্রদর্শন করে চলেছেন। অন্যদিকে, ভারতের জসপ্রীত বুমরা ক্রমতালিকার তৃতীয় স্থানে নেমে গেছেন। কিউয়িদের বিরুদ্ধে পুণে টেস্টে তিনি খুব একটা আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি, যার ফলে এই পতন ঘটে।
Mohun Bagan SG : দীপাবলির আগে আত্মবিশ্বাসী হায়দরাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের
ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ক্রমতালিকার চতুর্থ স্থানে রয়েছেন। তিনি মীরপুরে রাবাডার পাশে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু রাবাডার উত্তরণ তাকেঁ পিছনে ঠেলে দিয়েছে। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স এখন পাঁচ নম্বরে চলে এসেছেন, এবং ভারতের রবীন্দ্র জাডেজা আট নম্বরে আছেন।
অনুশীলনে অনুপস্থিত হেক্টর, নাজমেহ ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা
এছাড়া, অলরাউন্ডারদের তালিকায় জাডেজা শীর্ষস্থানে অবস্থান করছেন। অশ্বিন দ্বিতীয় স্থানে রয়েছেন, আর অক্ষর প্যাটেল সপ্তম স্থানে আছেন। এই তিন অলরাউন্ডার ভারতীয় ক্রিকেটে নিজেদের কৃতিত্বের পরিচায়ক হয়ে উঠেছেন।
আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট। যার জন্য ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেট প্রেমীরা নতুন টেস্টের জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন। এই ম্যাচের ফলাফল দুই দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।