India-New Zealand Test: রচিন রবীন্দ্র’র লড়াইয়ের মুখে পড়ে কানপুর টেস্ট ড্র

India-New Zealand Test Sports desk: মাত্র ১০৩ রানে, ৬ উইকেট। এমন সময়ে ঘাড়ের চোট নিয়ে বুক চিতিয়ে লড়াই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। ১২৬ বলে…

India-New Zealand Kanpur Test match

India-New Zealand Test
Sports desk: মাত্র ১০৩ রানে, ৬ উইকেট। এমন সময়ে ঘাড়ের চোট নিয়ে বুক চিতিয়ে লড়াই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। ১২৬ বলে অপরাজিত ৬১ রান। শ্রেয়স আইয়ারের দ্বিতীয় ইনিংসে ৬৫ রান, ভেস্তে গেল।

দ্বিতীয় ইনিংসে ভারত ২৩৪ রান ৭ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে,২৮০ রানের লিড ধরে রেখে। চতুর্থ দিনের শেষের দিকে নিউজিল্যান্ড উইল ইয়ং’র উইকেট হারায়,দলগত ৪ রানের স্কোরে।

পঞ্চম দিনে ভারতের ৯ উইকেট শিকারের টার্গেট ছিল,তাহলেই কেল্লা ফতেহ! হল না! দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড টম ল্যাথাম ৫২,সামারভিল ৩৬, আর রচিন রবীন্দ্রর ১৮ রান ৯১ বলে প্রথম টেস্টে ড্র’র পথকে মসৃণ করে তুললী ভারতীয় বোলিং লাইন আপের ব্যর্থতার জন্য। নব নিযুত হেড কোচ রাহুল দ্রাবিড়ের টেস্ট ক্রিকেটে অভিযান শুরু হল ম্যাচ ড্র’র মধ্যে দিয়ে

অন্যদিকে কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কারের হাত থেকে ক্যাপস নিয়ে টেস্টে অভিষেক শ্রেয়স আইয়ারের। অভিষেক টেস্টই ধামাল! প্রথম ইনিংসে শতরান শ্রেয়সের নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরের গ্রীনপার্কে। এই সেঞ্চুরির সঙ্গেই শ্রেয়স আইয়ারের নাম জুড়ে গেল লালা অমরনাথ, দীপক শোধন, কৃপাল সিং,আব্বাস আলী বৈগ, হনুমন্ত সিং,গুন্ডাপ্পা বিশ্বনাথ, সুরিন্দর অমরনাথ,মহম্মদ আজহারউদ্দিন, প্রবীণ আমরে, সৌরভ গঙ্গোপাধ্যায়,বীরেন্দ্র শেহবাগ, সুরেশ রায়না,রোহিত শর্মা শিখর ধাওয়ান,পৃথ্বী শাহদের সঙ্গে ১৬ তম ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার টেস্ট ফর্ম্যাটের অভিষেক ম্যাচে শতরানকারি হয়ে।

কানপুর টেস্ট চতুর্থ দিনের দ্বিতীয় ইনিংসে শ্রেয়স আইয়ার প্রথমে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ৫০ রানের জুটি এবং অশ্বিন আউট হলে ঋদ্ধিমান সাহার সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ গড়ে তোলে। শ্রেয়স আইয়ার ৬৫ রানে আউট। ঋদ্ধিমান সাহা ৬১ রানে নট আউট।

টেস্টের পঞ্চম দিনে মাটি কামড়ে পড়ে থাকে কিউই শিবির। পেন্ডুলামের মতো ম্যাচের টেনশন ওঠা নামা করতে থাকে। টানটান উত্তেজনা, কিউই ব্যাটসম্যানদের পালা করে প্যাভিলিয়ন ফেরা। অন্যদিকে চোঁচ হয়ে ঢুকে ফালা ফালা করে দেওয়া শেষ মুহুর্তে ভারতের বিরুদ্ধে অভিষেক হওয়া ২২ বছরের ভারতীয় বংশোদ্ভূত রচিন রবীন্দ্র’র। আজিজ প্যাটেল যোগ্য সঙ্গ দেয় রচিনের। তাতেই কিস্তিমাত! কানপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ড্র।

কাজেই এলো না ঘাড়ে চোট নিয়ে খেলা ঋদ্ধিমান সাহার ঐতিহাসিক ইনিংস আর শ্রেয়স আইয়ারের অভিষেক টেস্টে শতরান সঙ্গে ফাইটিং স্পিরিট। রবীন্দ জাডেজা ৪ উইকেট, রবিচন্দ্রন অশ্বিন ৩ উইকেট।, এখানেও আবার রেকর্ড। অশ্বিন টম ল্যাথামকে বোল্ড আউট করে হরভজন সিং’কে টপকে ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি, ৪১৮ উইকেট। এখন চতুর্থ হরভজন সিং ৪১৭ উইকেট।এই তালিকায় অনিল কুম্বলে(৬১৯), কপিল দেবের ৪৩৪ উইকেট, ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে “পাজি”।