Asia Cup Final : এশিয়া কাপের ফাইনালে পৌঁছল ভারত, প্রতিপক্ষ প্রতিবেশী রাষ্ট্র

১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের (India vs Pakistan) মহারণে যখন চোখ থাকবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, তখন মহিলা হকি এশিয়া কাপের (Womens Hockey Asia Cup) ফাইনালে নামবে…

India manage draw against Japan & reach Womens Hockey Asia Cup final after China beat Korea

১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের (India vs Pakistan) মহারণে যখন চোখ থাকবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, তখন মহিলা হকি এশিয়া কাপের (Womens Hockey Asia Cup) ফাইনালে নামবে ভারতীয় দল (India Team)। যদিও তা ক্রিকেট নয়, হকির ময়দানে। আসন্ন ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও চিন (China)। পুরুষদের পর মহিলারাও এবার খেতাবি লড়াইয়ে, দেশের হকি ইতিহাসে নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত।

Advertisements

AFC Champions League Two : “আমরা তৈরি…” কলকাতা পৌঁছেই বাগান নিয়ে হুঙ্কার দিলেন আহাল কোচ?

   

গত রবিবার পুরুষদের হকি ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়া সেরা হয়েছিল ভারতীয় পুরুষ হকি দল। সেই সাফল্যের পর এবার মহিলারা এগিয়ে এলেন দেশের সম্মান রক্ষায়। সুপার-ফোর পর্যায়ের শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেও ফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা হকি দল।

সুপার-ফোরের এই ম্যাচে প্রথম কোয়ার্টারে ডুং ডুং বিউটি গোল করে এগিয়ে দিয়েছিলেন ভারতকে। ৫৭ মিনিট পর্যন্ত সেই গোল ধরে রাখলেও শেষ মুহূর্তে জাপান গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায়। ফলত, ম্যাচ শেষ হয় ড্র। এর ফলে ভারতীয় দলের ভাগ্য ঝুলে থাকে শেষ ম্যাচের ফলাফলের উপর।

Lakshya Sen : হংকং ওপেনে ছন্দে ফিরে বাঙালি লক্ষ্যের বাজিমাত, ফাইনালে সত্ত্বিক-চিরাগ জুটিও

সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল চিন ও কোরিয়া। ভারতের ফাইনালে যাওয়ার জন্য কোরিয়াকে ড্র বা হারতে হত। কোরিয়া যদি এক গোলের বেশি ব্যবধানে জয় পেত, তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেত ভারত। কিন্তু তেমনটা হয়নি। চিন ১-০ গোলে হারায় কোরিয়াকে, এবং ফলত ভারত সুপার-ফোরে দ্বিতীয় স্থান দখল করে ফাইনালের টিকিট পেয়ে যায়।

সুপার-ফোর পর্যায়ের তিনটি ম্যাচেই জয় তুলে নেয় চিন। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে তারা ফাইনালে পৌঁছায়। ভারত পায় ৪ পয়েন্ট—একটি জয়, একটি ড্র ও একটি হার। তবে সুপার-ফোরে চিনের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স কিছুটা চিন্তার কারণ। সেই ম্যাচে ৪-১ ব্যবধানে হেরে গিয়েছিল ভারতের মহিলা দল। দু’বারের চ্যাম্পিয়ন চিন দেখিয়েছিল তাদের দাপট।

CFL 2025 : রেলকে লাল সিগন্যাল দেখিয়ে ঝড় তুলল ব্ল্যাক প্যান্থার্সরা, আশার আলো সাদা-কালো শিবিরে

তবুও আশার আলো রয়েছে। কারণ, গত সংস্করণে চিনকেই হারিয়ে ভারত তৃতীয় স্থান অর্জন করেছিল। তার ওপর গ্রুপ পর্বে ভারতের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। থাইল্যান্ডকে ১১-০ ও সিঙ্গাপুরকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। গ্রুপ পর্বের আর এক ম্যাচে জাপানের বিরুদ্ধেও ম্যাচ ড্র করেছিল সালিমা তেতেরা।

AIFF on IFA Shiled : কবে থেকে শুরু হচ্ছে IFA শিল্ড? মিলল ফেডারেশনের সবুজ সংকেত

ফাইনালে ভারতের সামনে চ্যালেঞ্জ হবে রক্ষণ ও আক্রমণের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা। চিনের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়া ঠেকাতে হবে। সেই সঙ্গে প্রয়োজন গোলে পরিণত করার ক্ষমতা, যা গ্রুপ পর্বে দেখা গিয়েছিল, কিন্তু সুপার-ফোরে কিছুটা অনুপস্থিত ছিল।

India manage draw against Japan & reach Womens Hockey Asia Cup final after China beat Korea