যেটা ভারতের কেউ পারেনি সেটাই করে দেখাল SKY

suryakumar yadav

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচটি ২ উইকেটে জিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে ভারত। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অধিনায়কত্বে প্রথম ম্যাচেই ইতিহাস গড়ল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রান তাড়া করে বড় রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।

Advertisements

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারতের বিস্ফোরক ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। সেই সঙ্গে সূর্যের অধিনায়কত্বে প্রথম ম্যাচেই বড় ইতিহাস গড়ল দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান করেছে ভারত। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৮ রান করেছিল ভারত। এমন পরিস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ছড়াতে শুরু করেছেন সূর্য।

Advertisements

এদিনের ম্যাচে সূর্যকুমার যাদবের ব্যাট থেকেও ভালো রান এসেছে। সূর্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে মাত্র ৪২ বলে ৮০ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৯টি চার ও ৪টি ওভার বাউন্ডারি। এর মাধ্যমে সূর্য স্পষ্ট করে দিয়েছেন কেন তাকে টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলা হচ্ছে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা, তাই এবারের বিশ্বকাপে ভারতের কাকে অধিনায়কত্ব দেওয়া হবে, সেটাই বড় প্রশ্ন। সূর্য যদি বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করেন, তাহলে বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবেও দলে যোগ দিতে পারেন তিনি।