Devils Tower: মানুষের ভুলে তৈরি হয়েছে শয়তানের লাঠি, কী কাজে লাগে জানেন?

প্রথম দর্শনে মনে হতে পারে এটি কোন প্রাচীন স্থাপত্য, যা এই অঞ্চলের আদিবাসীদের তৈরি। যেমনটা দেখা যায় মিশর, পেরু কিংবা স্কটল্যান্ডে। তবে কাছে গেলে সেই…

Devils Tower

প্রথম দর্শনে মনে হতে পারে এটি কোন প্রাচীন স্থাপত্য, যা এই অঞ্চলের আদিবাসীদের তৈরি। যেমনটা দেখা যায় মিশর, পেরু কিংবা স্কটল্যান্ডে। তবে কাছে গেলে সেই ভুল ভেঙ্গে যায়। টাওয়ারটি প্রাকৃতিকভাবেই সৃষ্টি। ‌ দেখতে অনেকটা খাঁজ কাটা চূড়ার মত।নাম ডেভিলস টাওয়ার (Devils Tower)|

এর নাম ডেভিলস টাওয়ার কেন ?

১৮৭৫ সালে আমেরিকান কর্নেল রিচার্ড আরভিং ডজের নেতৃত্বে বিজ্ঞানী ভূতত্ত্ববিদ ওয়াল্টার পি জেনি ব্ল্যাক হিল অঞ্চলে একটি ভূতাত্ত্বিক গবেষণা চালান। তাদের কাছে খবর ছিল যেখানে অনেক স্বর্ণ মজুত আছে। তারা সেখানে পৌঁছে কোনো সোনা খুঁজে পেলেন না ঠিকই, তবে এই টাওয়ারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন। ডজ একে বিশ্বের সবচেয়ে অসাধারণ চূড়াগুলোর একটি বলে উল্লেখ করেন। নেটিভ আমেরিকানরা একে Lakota Mato Thipila বলে ডাকত। যার অর্থ হোম অভ বিয়ার বা ভাল্লুকের বাসস্থান।

তবে যে ব্যক্তি নেটিভ আমেরিকার মানুষদের দেওয়া নামের অনুবাদ করেন, ভুলবশত ব্যাড গড টাওয়ারস (Bad God Tower) বা খারাপ দেবতার টাওয়ার অনুবাদ করেন। কর্নেল ডজ তাই এর নাম দেন ডেভিলস টাওয়ার। এই ভুল নামটিই একসময় বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে।