World Cup: অপরাজিত বিরাট, অপরাজিত ভারত

এর থেকে ভালো ব্যর্থ ডে সেলিব্রেশন বোধহয় আর হতে করে না। নিজের জন্মদিনে শতরান করলেন বিরাট কোহলি। তারপর দক্ষিণ আফ্রিকাকে ধুলোয় মিশিয়ে দিল ভারত। চলতি…

India South Africa World Cup

এর থেকে ভালো ব্যর্থ ডে সেলিব্রেশন বোধহয় আর হতে করে না। নিজের জন্মদিনে শতরান করলেন বিরাট কোহলি। তারপর দক্ষিণ আফ্রিকাকে ধুলোয় মিশিয়ে দিল ভারত। চলতি বিশ্বকাপে (World Cup ) দারুণ ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করল অপরাজিত ভারত। কলকাতার ইডেন উদ্যানে রবিবার উৎসব।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগেই ভারত বিশ্বকাপ ২০২৩- এর সেমিফাইনালে চলে গিয়েছিল। রবিবার ম্যাচে সেই অর্থে ছিল স্রেফ নিয়ম রক্ষার। বিরাট কোহলির জন্মদিন ম্যাচের প্রতি দর্শক আগ্রহ বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। ভক্তদের নিরাশ করলেন না বিরাট। বিরাট মঞ্চেই করলেন শতরান। একদিনের ক্রিকেটে শতরান করার নিরিখে চলে এলেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের সঙ্গে একাসনে।

   

Virat Kohli's 4th Century

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন ১২১ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছেন বিরাট। প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ৩২৬/৫। বিরাটের সঙ্গে দলের রানের ঢাকা এগিয়ে নিয়ে যান অধিনায়ক রোহিত শর্মা (৪০ রান), শ্রেয়াস আইয়ার (৭৭ রান)।

এবারের বিশ্বকাপে একাধিক ম্যাচে বিশাল করা দক্ষিণ আফ্রিকা এদিন কার্যত ভিজে বেড়াল। একশো রানও করতে পারেনি তারা। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৮৩ রানে। ২৪৩ রানে জয় লাভ করল টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজা নিয়েছেন ৫ উইকেট।