Thomas Cup 2022: থমাস কাপে প্রথম বারের মতো ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ল ভারত

India made history by reaching the final of the Thomas Cup for the first time

শুক্রবার থাইল্যান্ডের ব্যাঙ্ককে ডেনমার্কের বিরুদ্ধে সেমিফাইনালে ৩-২ ফলে জিতে প্রথমবারের মতো জিতে ভারত চলে গেল থমাস কাপের (Thomas Cup 2022)ফাইনালে।বিদেশের মাটিতে রচিত হলো ইতিহাস।টুর্নামেন্টে রুপো জয় নিশ্চিত করলো ভারত।

এদিন’ও প্রথম ম‍্যাচে হার দিয়ে শুরু করে ভারত।প্রথম ম‍্যাচে লক্ষ‍্য সেন’কে ২১-১৩,২১-১৩ ফলে হারিয়ে দেন ভিক্টর অ্যাক্সেলসেন।এরপর ভারতকে ম‍্যাচে ফেরান সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি,কিম আস্টরুপ-ম্যাথিয়াস ক্রিশ্চিয়ানসন জুটিকে তারা হারিয়ে দেন ২২-২০,২৩-২১ ফলাফলে,ম‍্যাচ চলেছিলো দীর্ঘ ১ ঘণ্টা ১৭ মিনিট ধরে।

   

এরপর কিদাম্বি শ্রীকান্তের সৈজন‍্যে ভারত এগিয়ে যায় ২-১ ফলাফলে,প্রতিপক্ষ অ্যান্ডার্স আন্টনসেনকে ২১-১৮,১২-২১,২১-১৫ ফলাফলে হারান তিনি।চার নম্বর ম‍্যাচে ফের হার হজম করতে হয় ভারত’কে,১৪-২১,১৩-২১ ফলাফলে রাসমুসেন-সোগার্ড জুটি হারায় বিষ্ণু পানজলা এবং কৃষ্ণ গারাগা জুটি’কে।টাইয়ের ফলাফল ২-২,সকলের নজর তখন এইচ এস প্রণয়ের দিকে,প্রথম গেমে হেরে গেলেও পরবর্তী সময়ে দারুণ প্রত‍্যাবর্তন করেন প্রণয়,রাসমুস গেমকেকে ১৩-২১,২১-৯,২১-১২ ফলাফলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন