নির্ধারিত সূচি অনুযায়ী আজ ভারতীয় সময় রাত ৯টায় নেশনস কাপের (CAFA Nations Cup) অভিযান শুরু করেছে ভারত। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী তাজাকিস্তানের জাতীয় দল। প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে এগিয়ে রয়েছে খালিদ জামিলের ছেলেরা। ভারতীয় ফুটবল দলের হয়ে এখনও পর্যন্ত গোল পেয়েছেন যথাক্রমে দুই ডিফেন্ডার। আনোয়ার আলি এবং সন্দেশ ঝিঙ্গান। অন্যদিকে, তাজাকিস্তানের হয়ে ব্যবধান কমান সামিভ শাহরম। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোই অন্যতম লক্ষ্য ব্লু-টাইগার্সদের।
ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট ছন্দময় ফুটবল খেলতে দেখা যায় ভারতীয় ফুটবলারদের। প্রতিপক্ষের পা থেকে বল দখল করে ঘন ঘন আক্রমণে উঠে আসতে শুরু করে লালিয়ানজুয়ালা ছাংতেরা। ম্যাচের প্রায় ৫ মিনিটের মাথায় তাজাকিস্তানের রক্ষণে পায়ের জঙ্গলের মধ্যে দিয়ে দুরন্ত হেড করে বল গোলে ঠেলে দেন আনোয়ার আলি। অনায়াসেই এগিয়ে যায় ভারত। প্রতিপক্ষের ঘরের মাঠে এগিয়ে যাওয়া ও নিঃসন্দেহে আত্মবিশ্বাস বেড়ে যায় দলের ফুটবলারদের। তারপর দ্বিতীয় গোল তুলে নিতে ও খুব একটা সমস্যা হয়নি। ম্যাচের ১২ মিনিটের মাথায় আনোয়ার আলির অ্যাসিস্ট থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করে যান সন্দেশ ঝিঙ্গান।
যারফলে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ব্লু-টাইগার্স। তবে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই আক্রমণের তেজ বাড়াতে শুরু করেন তাজাক ফুটবলাররা। কিন্তু ডিফেন্ডার মহম্মদ উভাইস এবং গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর সক্রিয়তা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় কিছুটা হলেও স্বস্তি ছিল ভারতীয় ফুটবল দলের। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সুযোগ বুঝেই ম্যাচের ২৩ মিনিটের মাথায় গোল তুলে এনে দলের ব্যবধান কমিয়ে দিয়ে যান সামিভ। সেক্ষেত্রে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করে তাজাকিস্তান দল।
ম্যাচের সময় এগোনোর সাথে সাথেই সেয়ানে সেয়ানে টক্কর চলতে থাকে উভয় দলের। তৃতীয় কোয়ার্টারের শেষের দিকেই প্রতিপক্ষের গোল পোস্ট লক্ষ্য করে দুরপাল্লার শট নেন ছাংতে। কিন্তু তাজাকিস্তানের গোলরক্ষকের দক্ষতার ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। নির্ধারিত পঁয়তাল্লিশ মিনিটের পর অতিরিক্ত এক মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে কিন্তু ফলাফল অপরিবর্তিত থাকে।