এ যেন গোলবন্যায় ভেসে যাওয়া এক ম্যাচ! নবনীত কৌর ও মুমতাজ খানের দুর্দান্ত হ্যাটট্রিক। শুরুর মিনিট থেকেই টানা গোল এবং একতরফা আধিপত্য। সব মিলিয়ে সোমবার হাংজুর মাঠে এশিয়া কাপের (Womens Hockey Asia Cup 2025) ম্যাচে সিঙ্গাপুরকে (Singapore) ১২-০ ব্যবধানে বিধ্বস্ত করল ভারতীয় মহিলা হকি দল (India Hockey Team)।
এশিয়া কাপে নিজেদের ‘ব্রহ্মাস্ত্র’ ফাঁস করে ভারতকে হুঁশিয়ারি পাক অধিনায়কের
এশিয়া কাপ হকির এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত একেবারে শুরু থেকেই যে তাণ্ডব শুরু করেছিল, তা শেষ হয়েছে স্কোরবোর্ডে ১২ গোলের একতরফা সাফল্য লিখে। খেলার দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন মুমতাজ খান। এরপর একে একে নেহা (১১’), লালরেমসিয়ামি (১৩’) ও নবনীত কৌর (১৪’) গোল করে সিঙ্গাপুরকে চাপে ফেলে দেন। দ্বিতীয় কোয়ার্টারেই নবনীত কৌর আরও দুটি গোল করে পূর্ণ করেন তাঁর হ্যাটট্রিক (১৮’, ২৮’)।
মুমতাজ খানও থেমে থাকেননি। ৩২ ও ৩৮ মিনিটে আরও দুটি গোল করে তিনিও হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপর একে একে গোলের তালিকায় নাম লেখান শর্মিলা দেবী (৪৫’) ও রুতুজা পিসাল (৫২’)। নেহাও দ্বিতীয়বারের জন্য জালে বল জড়ান। ম্যাচ শেষ হয় ১২-০ স্কোরলাইনে।
কড়া টক্কর প্রথমার্ধে, ওমানের বিরুদ্ধে গোলশূন্য ভারতের লড়াকু শুরু
বিশ্ব হকি র্যাঙ্কিংয়ে ভারত যেখানে ১০ নম্বরে, সিঙ্গাপুর সেখানে অনেক পিছিয়ে ৩৪ নম্বরে। এমন ফারাক থাকা সত্ত্বেও ভারতীয় দলের এই পারফরম্যান্স যেন আরও বড় বার্তা দিল এশিয়ার অন্য শক্তিশালী দলগুলোকে। এই জয়ে ভারত শুধু পয়েন্ট টেবিলে এগিয়ে গেল না, বাড়িয়ে নিল দলের আত্মবিশ্বাস এবং গোল পার্থক্যের হিসেবও।
বিশেষজ্ঞদের মতে, এই জয়ের গুরুত্ব শুধু স্কোরবোর্ডে আটকে নেই। এটি ভবিষ্যতের বড় ম্যাচগুলোর আগে ভারতীয় দলকে মানসিকভাবে এগিয়ে রাখবে। এর আগে ভারত থাইল্যান্ডকে ১১-০ গোলে হারিয়ে শক্তি প্রদর্শন করেছিল। জাপানের বিরুদ্ধে ম্যাচ ২-২ ড্র হলেও, দলের খেলা ছিল নজরকাড়া। সেই ধারাবাহিকতাই বজায় রাখল নবনীত-মুমতাজরা।
টুর্নামেন্টে অংশ নিয়েছে আটটি দল। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার ফোরে। সেখানে ফের একে অপরের বিরুদ্ধে খেলবে তারা। সুপার ফোরের শীর্ষ দুই দল উঠবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। এশিয়া কাপ জয়ী দল সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০২৬ সালের মহিলাদের হকি বিশ্বকাপের জন্য, যা অনুষ্ঠিত হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে।
দুবাইতে তিন স্পিনার নিয়ে চক্রব্যূহ রচনা গম্ভীরের? রইল সম্ভাব্য একাদশ
ভারতীয় মহিলা হকি দলের এই ফর্ম এখন দলের সবচেয়ে বড় শক্তি। কোচ ও টিম ম্যানেজমেন্ট জানাচ্ছেন, প্রতিটি খেলোয়াড় তাঁদের ভূমিকা পালন করছেন নিখুঁতভাবে। বিশেষ করে আক্রমণাত্মক খেলায় যে পরিণততা এসেছে, তা আগামী ম্যাচগুলোতে বড় ফারাক গড়তে পারে। এখন ভারতের সামনে মূল লক্ষ্য সুপার ফোর নিশ্চিত করা, জাপানকে হারানো এবং ট্রফি ঘরে তোলা। আর সেইসঙ্গে ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের স্বপ্নপূরণ।
🇮🇳Indian hockey🏑 team qualified for the Super four stage of the #WomensAsiaCup2025 after resounding 12-0 victory against #Singapore.
Hat-tricks from Navneet and Mumtaz helped india to seal the victory in India’s favour.
India will play the second-placed team from Pool A in the… pic.twitter.com/cXfg6l0tB6
— All India Radio News (@airnewsalerts) September 8, 2025
India Hockey Team crush Singapore 12-0 to enter Super 4s in Womens Hockey Asia Cup 2025