শক্তিশালী চিনকে বিধ্বস্ত করে এশিয়া কাপের ফাইনালে ভারত

২০২৫ হকি এশিয়া কাপে (Hockey Asia Cup 2025) দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় হকি দল (India Hockey Team)। সুপার ফোর (Super 4) পর্বের ম্যাচে…

India Hockey Team book Hockey Asia Cup 2025 Final date with South Korea after beat China by 7-0

২০২৫ হকি এশিয়া কাপে (Hockey Asia Cup 2025) দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় হকি দল (India Hockey Team)। সুপার ফোর (Super 4) পর্বের ম্যাচে চিনকে (China) ৭-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করল হরমনপ্রীতরা। বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে জোড়া গোল করেন অভিষেক। এছাড়া শিলানন্দ লাকরা, দিলপ্রীত সিং, মনদীপ সিং, রাজকুমার পাল এবং সুখজিৎ সিং একটি করে গোল করেন। এদিন জয়ের ফলে ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া (South Korea)। গোটা দেশজুড়ে এই জয়কে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে, প্রশংসায় ভাসছে ভারতীয় হকি দল। এখন নজর এশিয়া কাপের শিরোপা জয়ের দিকে।

কেন কাফা কাপকে বাছলেন প্রস্তুতির মঞ্চ হিসেবে? বললেন ভারতীয় তারকা ডিফেন্ডার

   

২০২৫ হকি এশিয়া কাপের ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করে পৌঁছে গেল ভারত। সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে চিনের বিরুদ্ধে মাঠে নেমে ভারতীয় দল যে রকম আগ্রাসী হকি খেলল, তাতে প্রতিপক্ষের কোনো রক্ষাই ছিল না। বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টিম ইন্ডিয়া চিনকে ৭-০ গোলে উড়িয়ে দিল। এই জয়ের ফলে ভারত নিশ্চিত করল ফাইনালে জায়গা, যেখানে তারা মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা শক্তিশালী দক্ষিণ কোরিয়ার।

India Hockey Team book Hockey Asia Cup 2025 Final date with South Korea
India Hockey Team book Hockey Asia Cup 2025 Final date with South Korea

খেলার শুরু থেকেই ভারত ছিল দাপুটে মেজাজে। ম্যাচের চতুর্থ মিনিটেই চিনের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে প্রথম গোলটি করেন শিলানন্দ লাকরা। এরপর মাত্র ৩ মিনিটের ব্যবধানে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোলটি করেন দিলপ্রীত সিং। চিনের রক্ষণভাগ বল ক্লিয়ার করতে না পারার খেসারত বারবার দিতে বাধ্য হয়।

প্রথম কোয়ার্টারেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়ান মনদীপ সিং। আরও একটি পেনাল্টি কর্নারের সুবাদে গোলমুখে তৈরি হওয়া জটলা থেকে সুযোগটি নেন তিনি। বল প্রতিহত হলেও গোলরক্ষক তা দখলে আনতে ব্যর্থ হন, আর মনদীপ সুযোগের সদ্ব্যবহার করেন।

দুই তারকা ছাড়াই শক্তিশালী ভারত! ইরফানের একাদশে সুযোগ পেলেন কারা?

Advertisements

তৃতীয় কোয়ার্টারে ভারত আবারও গতি বাড়ায়। ৩৭ মিনিটে বাঁ দিক থেকে শিলানন্দের ক্রস থেকে দিলপ্রীতের পাস পেয়ে পোস্টের একেবারে সামনে দাঁড়িয়ে সহজ ট্যাপে গোল করেন রাজকুমার পাল। এর দুই মিনিট পরেই সুখজিৎ সিং-এর গোল ভারতীয় সমর্থকদের উল্লাসে মাতিয়ে তোলে। দিলপ্রীতের কাটব্যাক থেকে বল রিসিভ করে নিচু শটে বল জালে জড়ান তিনি।

তবে ম্যাচের চূড়ান্ত চমক দেখালেন অভিষেক। শেষ কোয়ার্টারে পরপর দুই গোল করে চিনের ওপর শেষ পেরেকটি ঠুকে দেন। ৪৬ এবং ৫০ মিনিটে তাঁর দু’টি নিখুঁত গোল ভারতের জয়কে পূর্ণতা দেয়।

ভারতের জয়ের চাবিকাঠি কারা? রাহানের তালিকায় জায়গা পেলেন ৫ তারকা

এদিন বিশাল জয়ের পর গোটা দেশজুড়ে ভারতীয় হকি দলের প্রশংসার ঝড় উঠেছে। কোচিং স্টাফ ও খেলোয়াড়দের অভিনন্দনে ভাসাচ্ছেন ক্রীড়ামোদীরা।

India Hockey Team book Hockey Asia Cup 2025 Final date with South Korea after beat China by 7-0 in Super 4