Asain Games: এশিয়াডে ১০০ পদকের নিশানা করে কথা রাখল ভারত

মহিলা কাবাডি দল চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে জয়ী। এই বিভাগে সোনা জিতেছে বলে ভারতের ঝুলিতে 100 পদক। এশিয়াডে (Asain Games) ভারতের এই সাফল্য চমকে দেওয়ার মতো।…

short-samachar

মহিলা কাবাডি দল চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে জয়ী। এই বিভাগে সোনা জিতেছে বলে ভারতের ঝুলিতে 100 পদক। এশিয়াডে (Asain Games) ভারতের এই সাফল্য চমকে দেওয়ার মতো। এবারের এশিয়াডে নামার আগে ভারত লক্ষ্যমাত্রা নিয়েছিল শত পদক চাই। কথা রেখেছে টিম ইন্ডিয়া। 

   

মহিলা কাবাডির সোনা জয় আর ভারতের ১০০ পদক জয়ের স্পর্শ মিলেমিশে একাকার। এছাড়া প্রভিন তার স্বদেশী অভিষেক ভার্মাকে হারিয়ে পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে সোনা জিতেছেন। জ্যোতি ভেন্নাম তীরন্দাজে ব্যক্তিগত যৌগিক ইভেন্টে সোনা জিতেছেন, আর অদিতি ব্রোঞ্জ জিতেছেন। ভারতের পুরুষ ক্রিকেট দল এবং ব্যাডমিন্টন দ্বৈত জুটি সাতভিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি দিনের পরে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের দিকে তাকিয়ে থাকবে।