Asian Cup Challenge: এশিয়ান কাপে একাধিক শক্তিশালী দলের মুখোমুখি হবে ভারত

নির্ধারিত সূচি অনুসারে আজ বিকেলে আসন্ন এশিয়ান কাপের (Asian Cup) গ্রুপ বিন্যাসের অনুষ্ঠান আয়োজিত হয়ে সদ্য বিশ্বকাপ শেষ হওয়া কাতারে। সেখানেই প্রকাশ করা হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত দেশগুলির অবস্থান ও প্রতিদ্বন্দ্বীদের নাম।

Asian Cup, India football team

নির্ধারিত সূচি অনুসারে আজ বিকেলে আসন্ন এশিয়ান কাপের (Asian Cup) গ্রুপ বিন্যাসের অনুষ্ঠান আয়োজিত হয়ে সদ্য বিশ্বকাপ শেষ হওয়া কাতারে। সেখানেই প্রকাশ করা হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত দেশগুলির অবস্থান ও প্রতিদ্বন্দ্বীদের নাম। সেই অনুযায়ী এবার গ্ৰপ ‘বি’ তে রয়েছে ভারতীয় ফুটবল দল। যেখানে একাধিক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে সুনীল ছেত্রীদের।

Advertisements

এই গ্রুপে ভারতের পাশাপাশি স্থান পেয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়া। ফিফার ক্রমতালিকা অনুযায়ী দেখলে ২৭ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া, ৭৭ নম্বরে রয়েছে উজবেকিস্তান ও ৯১ নম্বরে রয়েছে সিরিয়া। যেখানে ভারতের স্থান বর্তমানে ১০১ নম্বরে। এক কথায় বলতে গেলে নক আউটের গন্ডি পেড়োতে ভালোই বেগ পেতে হবে ইগর স্টিমাচের ছেলেদের।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী আগামী ২০২৪ সালের জানুয়ারিতে কাতার বনাম লেবাননের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ান কাপ। পরবর্তীতে গ্রুপ ‘এ’ তে থাকা বাকি দুই প্রতিপক্ষ যথা তাজিকিস্তান ও চীনের মুখোমুখি হতে হবে গত বিশ্বকাপের আয়োজনকারী দেশ কে।