ওমানের বিরুদ্ধে ইতিহাস গড়তে জামিলের ‘পেপ টকে’ চাঙ্গা ভারত!

এক দশকের বেশি সময় ধরে কোচিং কেরিয়ারে বরাবরই চুপচাপ থাকা খালিদ জামিল (Khalid Jamil) এবার যেন একটু অন্য মেজাজে। সাংবাদিকদের সামনে সাধারণত মুখ খোলেন না…

India Football Team coach Khalid Jamil focus on positivity and results in CAFA Nations Cup 2025 third-place match against Oman

এক দশকের বেশি সময় ধরে কোচিং কেরিয়ারে বরাবরই চুপচাপ থাকা খালিদ জামিল (Khalid Jamil) এবার যেন একটু অন্য মেজাজে। সাংবাদিকদের সামনে সাধারণত মুখ খোলেন না তিনি, কিন্তু কাফা নেশনস কাপে (CAFA Nations Cup 2025) ভারতের (India Football Team) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে একেবারে অন্য মেজাজে দেখা গেল খালিদকে। তিনি আত্মবিশ্বাসী, লড়াকু এবং পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, “আমরা এখানে শুধু অংশ নিতে আসিনি, এসেছি ভালো কিছু করতে।”

সোমবার ভারতের প্রতিপক্ষ ওমান (Oman), যারা ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের থেকে ৫৪ ধাপ এগিয়ে (ভারত ১৩৩, ওমান ৭৯)। পরিসংখ্যান বলছে, ভারতের ওমানের বিরুদ্ধে জয়ের খাতা এখনও শূন্য। ১০ ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছে, তিনটি ড্র। কিন্তু এই পরিসংখ্যান খালিদ জামিলকে দমিয়ে রাখতে পারছে না। বরং জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দলে জোগান দিয়েছেন এক ইতিবাচক আবহ।

   

এই টুর্নামেন্টে ভারতীয় দল নিজেদের পরিচিতদের বাইরে নতুন পরিবেশে খেলতে নেমেছে। শুরুটা অবশ্যই ভালো হয়েছে। তাজিকিস্তানের বিরুদ্ধে জয়, ইরানের বিরুদ্ধে সম্মানজনক লড়াইয়ের পর আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করে প্লে-অফে উঠেছে ব্লু টাইগাররা। আর এই ধারাবাহিকতাই ওমানের বিরুদ্ধে দলের ভরসার জায়গা।

ম্যাচের পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে খালিদ বললেন, “আমার ছেলেরা প্রতিটি পদক্ষেপে লড়াই করার জন্য তৈরি। জানি, ওমান শক্তিশালী দল, তাদের দারুণ কোচ কার্লোস কুইরোজ রয়েছে, ভালো ফুটবলারও রয়েছে। কিন্তু আমরাও তৈরি। ফলের জন্য লড়ব।”

তবে ভারতের সমস্যা একটাই অভাব হল গোলের। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারতের মাত্র দুটি গোল, সেটাও তাজিকিস্তানের বিরুদ্ধে, দুটিই সেট-পিস থেকে। ওপেন প্লে থেকে গোল না আসা নিয়ে কোচের চিন্তা রয়েছে। খালিদ বলেন, “গোল আসছে সেট-পিস থেকে, তাতে কিছু যায় আসে না। গোল হলেই হল। তবে অবশ্যই ওপেন প্লে থেকে গোল করাও দরকার। আমরা প্রচুর সুযোগ তৈরি করেছি, কিন্তু আরও করতে হবে এবং সেগুলো কনভার্ট করতেও হবে।”

Advertisements

এদিকে, দলে চোটের কারণে নেই সন্দেশ ঝিঙ্গান। তাঁর অভাব রক্ষণে অনুভূত হতে পারে। তবে আনোয়ার আলি ও রাহুল ভেকেরা আফগানিস্তানের বিরুদ্ধে ভাল খেলেছেন, কোনও গোল খায়নি ভারত। আনোয়ার হয়েছেন ম্যাচের সেরা। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার আরও বড় পরীক্ষায় নামছেন তাঁরা।

সাংবাদিক বৈঠকে কোচের সঙ্গে ছিলেন ডিফেন্ডার বরিস সিং থাংজাম। তিনিও জানান, “তিন দিনের মধ্যে আমরা ভাল রিকভারি করেছি। ওমান কঠিন প্রতিপক্ষ, তবে আমরা প্রস্তুত। নিজেদের সেরাটা দিতে চাই।”

এই ম্যাচই ভারতের কাছে শুধুই তৃতীয় স্থান নির্ধারণ নয়, বরং এক বার্তা দেওয়ার সুযোগ। ফিফা র‍্যাঙ্কিং বা ইতিহাস দিয়ে ম্যাচ জেতা যায় না। খালিদ জামিল জানেন, এই ম্যাচ ভারতের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেও কাজ করবে। কারণ সামনে রয়েছে এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্ব, যেখানে ভারতের মুখোমুখি হবে সিঙ্গাপুর। তাই খালিদ জানান, “এই টুর্নামেন্টে খেলাটা আমাদের জন্য বড় সিদ্ধান্ত ছিল। যত বেশি ম্যাচ খেলব, তত দল তৈরি হবে। তবে এখন শুধুই ওমান ম্যাচের দিকেই মনোযোগ।”

হিসরের মাঠেই শেষ তিন ম্যাচ খেলেছে ভারত। ফলে মাঠ ও পরিবেশ সম্পর্কে কিছুটা হলেও বাড়তি ধারণা রয়েছে ব্লু টাইগার্সদের। ওমানের কোচ কুইরোজের অভিজ্ঞতা বিশাল হলেও, ভারতীয় ফুটবলারদের জেদ, খালিদের কৌশল আর সাম্প্রতিক পারফরম্যান্স এদিনের ম্যাচে হতে পারে ফারাক গড়ার মূল চাবিকাঠি।

India Football Team coach Khalid Jamil focus on positivity and results in CAFA Nations Cup 2025 third-place match against Oman