ভারতীয় ফুটবলে (India Football Team) এক নতুন গল্পের সূচনা কি হল কাফা নেশনস কাপে (CAFA Nations Cup 2025)? টাইব্রেকারে (India vs Oman) শক্তিশালী ওমানকে (Oman) হারিয়ে তৃতীয় স্থানে শেষ করল ভারত (India)। শুধু ফল নয়, ম্যাচের গতিপ্রকৃতি, দলের আত্মবিশ্বাস, কোচ খালিদ জামিলের সাহসী পরিকল্পনা সব মিলিয়ে যেন দীর্ঘদিন পর ভারতের ফুটবলে ফিরল আশার আলো।
এশিয়া কাপে নিজেদের ‘ব্রহ্মাস্ত্র’ ফাঁস করে ভারতকে হুঁশিয়ারি পাক অধিনায়কের
বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের থেকে ৫৪ ধাপ এগিয়ে ওমান। এমন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামা মানেই অনেক সময় সতর্ক বা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে দল। কিন্তু খালিদ জামিল সে পথে হাঁটেননি। বরং গোলে গুরপ্রীত সিং সান্ধু, রক্ষণে আনোয়ার আলি ও রাহুল ভেকে, মাঝমাঠে নিখিল প্রভু, দানিশ ফারুকদের নিয়ে গড়েছিলেন দল, যারা শুরু থেকেই আক্রমণের সুযোগ খুঁজেছে।
India are #CAFANationsCup2025 BRONZE MEDALISTS! 🥉🇮🇳#INDOMA #BlueTigers #IndianFootball ⚽️ pic.twitter.com/2ZNmiZjQhw
— Indian Football Team (@IndianFootball) September 8, 2025
ম্যাচের প্রথমার্ধে খেলা ছিল কিছুটা বিচ্ছিন্ন, ছন্দহীন। তবে ভারতের রক্ষণভাগ এতটাই গোছানো ছিল যে ওমান সেভাবে গোলমুখ খোলার সুযোগই পায়নি। দ্বিতীয়ার্ধে যদিও সেই কাঠামো ভাঙল। বাঁদিক থেকে আসা লো ক্রসে আহমাদির এক টোকায় এগিয়ে যায় ওমান। গুরপ্রীত ঝাঁপিয়েও গোল বাঁচাতে পারেননি।
সিঙ্গাপুরকে গোলের মালা দিয়ে ছেলেদের পর দাপট অব্যাহত রাখল মেয়েরা
কিন্তু এখানেই আলাদা এই ভারতীয় দল। আগে হলে হয়তো গোল খাওয়ার পর রক্ষণে চলে যেত দল। খালিদের ভারত সে পথে হাঁটে না। তারা খুঁজে নেয় গোল শোধের উপায়। ম্যাচের ৮০ মিনিটে আনোয়ার আলির লম্বা থ্রো, দানিশের মাথা ছুঁয়ে বল পৌঁছে যায় উদান্তা সিংয়ের কাছে। হেডে দুরন্ত গোল করে সমতা ফেরান উদান্তা।
এদিন ম্যাচে ভারত বল পজিশনে পিছিয়ে থাকলেও প্রভাব তৈরির ক্ষেত্রে কোনও খামতি রাখেনি। খালিদের পরিকল্পনা ছিল স্পষ্ট সুযোগ পেলে লং বল, থ্রো ইন বা সেট পিসে আক্রমণ করা। সেই কৌশল সফলও হল। একইসঙ্গে মাঠের বাইরে দাঁড়িয়ে কোচের টাচলাইন থেকে নির্দেশনা, খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও সামগ্রিক মানসিকতা—সব কিছুই বদলে দিয়েছে ভারতের খেলার ধরন।
নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট মিলিয়ে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। এরপর শুরু হয় টাইব্রেকারের স্নায়ুযুদ্ধ। সেখানেও ভারতীয় গোলকিপার গুরপ্রীতের অনবদ্য সেভ, ও নির্ভুল শটের জোরে ৩-২ ব্যবধানে জিতে নেয় ভারত। জয়ের মাধ্যমে শুধুমাত্র তৃতীয় স্থান নিশ্চিত হয়নি, বরং ভারতীয় ফুটবলে ফিরে এসেছে আত্মবিশ্বাস। একাধিক ম্যাচে লড়াই করার ক্ষমতা, গোল খেয়ে ফেরার মানসিকতা ও এক ঝাঁক তরুণ খেলোয়াড়ের পারফরম্যান্স এই টুর্নামেন্টের বড় প্রাপ্তি।
কড়া টক্কর প্রথমার্ধে, ওমানের বিরুদ্ধে গোলশূন্য ভারতের লড়াকু শুরু
ভারতীয় ফুটবলে দীর্ঘদিন পর দেখা গেল এক অন্যরকম দৃষ্টিভঙ্গি। সাহস, পরিকল্পনা ও আত্মবিশ্বাসের মিশেলে তৈরি এই নতুন ভারত দল যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তবে ভবিষ্যতে আরও বড় মঞ্চে তারা চমকে দিতেই পারে। খালিদ জামিলের কোচিংয়ে কাফা নেশনস কাপ হয়ে রইল এক ঐতিহাসিক সূচনা।
India Football Team beats Oman 3-2 on penalties to finish third in CAFA Nations Cup 2025