বাংলাদেশ-পাকিস্তান নয়! সেমিফাইনালে কেন নেপালকে নিয়ে সতর্কবার্তা কোচের?

২৫ সেপ্টেম্বর সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের (SAFF U17 Championship) সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নেপাল (India vs Nepal)। ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০টা থেকে শুরু হতে…

India Football Team as Blue Colts eye Final Spot through India vs Nepal in SAFF U17 Championship

২৫ সেপ্টেম্বর সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের (SAFF U17 Championship) সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নেপাল (India vs Nepal)। ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০টা থেকে শুরু হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে (India Football Team News)।

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে পা রেখেছে “ব্লু কোল্টস”রা। গ্রুপ ‘বি’ থেকে শতভাগ জয় নিয়ে (৯ পয়েন্ট) শীর্ষে শেষ করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা (Football News)। মালদ্বীপের বিপক্ষে ৬-০, ভুটানের বিরুদ্ধে ১-০ এবং পাকিস্তানের বিরুদ্ধে ৩-২ গোলের জয় দলের আত্মবিশ্বাসকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে (Bengali Sports News)।

   

ভারতীয় দলের প্রধান কোচ বিবিয়ানো ফার্নান্দেজ বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই ম্যাচে ছেলেরা যেভাবে লড়েছে, তা প্রশংসার দাবি রাখে। তারা চাপ সামলে নিজেদের সেরা খেলাটা তুলে ধরেছে। এই আত্মবিশ্বাস আমাদের সেমিফাইনালে কাজে দেবে।”

অন্যদিকে, নেপাল গ্রুপ ‘এ’তে দ্বিতীয় স্থান অধিকার করে সেমিফাইনালে উঠে এসেছে। তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেলেও, বাংলাদেশর বিপক্ষে ০-৪ গোলে হেরে যায়। তবে কোচ ফার্নান্দেজ প্রতিপক্ষকে নিয়ে সতর্ক হয়ে বলেন, “নেপাল প্রতিভাবান দল। তাদের দলে বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার আছে। আমরা এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় আছি।”

তিনি আরও যোগ করেন, “নকআউট পর্যায়ের খেলাগুলো সব সময়ই আলাদা ধরনের চাপ নিয়ে আসে। এই পর্যায়ে ছেলেদের ধৈর্যশীল এবং ঐক্যবদ্ধ থাকা খুব গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য একটাই ছেলেরা যেন নিজেদের সেরাটা দিয়ে খেলে এবং আরেক ধাপ এগিয়ে যায়।”

Advertisements

ভারতীয় দলের জন্য এই টুর্নামেন্ট শুধুই এক প্রতিযোগিতা নয়, বরং ভবিষ্যতের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। টানা তিন জয়ের পর দল যে ছন্দে রয়েছে, তা ধরে রাখতে পারলে ফাইনালে পৌঁছানো খুব একটা দূরের কথা নয়।

India Football Team as Blue Colts eye Final Spot through India vs Nepal in SAFF U17 Championship

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News