আগামী রবিবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির (North East United FC) বিরুদ্ধে খেলতে নামবে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট (Mohunbagan SG)। এই ম্যাচের আগেই নয়া মুকুট সবুজ-মেরুণ শিবিরের। নাম জুড়ল লা-লিগার (La Liga) শীর্ষে থাকা বার্সেলোনা (Barcelona), জার্মানির (Germany) সেরা বুন্দেশা লিগের শীর্ষে থাকা বার্য়ান মিউনিখ (Bayern Munich) এবং প্যারিস সঁ জাৰ্মাইনের (Paris Saint Germain FC) সঙ্গে। তাতেই খুশির হাওয়া বাগান তাঁবুতে।
Advertisements
League leaders from all over the world 🔥🤩 pic.twitter.com/HNPnKkQ5Uu
— Mohun Bagan Hub (@MohunBaganHub) December 5, 2024