World Cup Qualifiers: ভারতকে খেলতে হবে ৮ গোল দেওয়া কাতারের বিরুদ্ধে

India Gears Up to Play Qatar After Their Spectacular 8-Goal Stint in World Cup Qualifiers

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক (World Cup Qualifiers ) পর্বের শুরুটা ভালো করেছে ভারত। কুয়েতের বিরুদ্ধে এসেছে জয়। এখানেই শেষ নয়, খেলা আরও বাকি আছে। ভারতের গ্রুপে রয়েছে শক্তিশালী কাতার। যারা দিয়েছে আট গোল।

Advertisements

ভারত কুয়েত ম্যাচের পাশাপাশি হয়েছে আফগানিস্তান বনাম কাতার ম্যাচ। আফগানিস্তানকে ৮ গোল দিয়েছে কাতার। হজম করেছে মাত্র একটি গোল। কাতারের বিরুদ্ধে ভারত যে কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না।

কুয়েতের বিরুদ্ধে ভারত জিতলেও খেলা যে দারুণ হয়েছে এমনটা না। আসলে কুয়েতের খেলাও দানা বাঁধেনি। গোলের অনেক সুযোগ হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। মনভীর সিং সঠিক সময় গোল না করতে পারলে ম্যাচের ফলাফল কী হতে পারতো সেটা এখন বলা মুশকিল। সব মিলিয়ে একটা ম্যাচ জিতে ভারতের আত্মগ্লানির কোনো জায়গা নেই। তবে ভালো বিষয় হল দলের খেলায় ভুল ভ্রান্তি অনেকটা কমেছে।

Advertisements

গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে হলে কুয়েতের পর আফগানিস্তান ম্যাচকে পাখির চোখ করতে হবে ইগোর স্টিম্যাচদের। কাতারের বিরুদ্ধে ম্যাচ থেকে পয়েন্ট পেলে সেটা হবে প্রাপ্তি। কিন্তু কুয়েত ও আফগানিস্তান ম্যাচ থেকে পয়েন্ট হাসিল করলে ভারতের মনোবল অনেকটা চাঙ্গা থাকবে। সেই সঙ্গে বাড়বে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা।