ক্রীড়া জগতে ক্রমে সাড়া ফেলছে ভারত। হকিতে সম্প্রতি ভারতের পারফরম্যান্স বেশ উল্লেখযোগ্য। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এখন যাচ্ছেন না। বিশ্বকাপের ম্যাচে পোল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে অভিযান শুরু করেছে ভারতের মেয়েরা।
বুধবার ফাইভ সাইড বিশ্বকাপে (Five-a-Side World Cup) ভারতের ম্যাচ ছিল পোল্যান্ডের বিরুদ্ধে। ফাইভ সাইড বিশ্বকাপে মানে হল এই প্রতিযোগিতায় প্রতি দলে ৫ জন করে খেলোয়াড় থাকেন। সাধারণ ম্যাচ হলে এগারো জন করে খেলোয়াড় থাকেন দুই দলে। কিন্তু ফাইভ সাইড ম্যাচে প্রতি দলের হয়ে খেলতে পারবেন ৫ জন করে।
🚨 MATCH DAY ALERT 🚨
Team India begin their FIH Hockey 5s World Cup, Oman 2024 campaign with their first game against Poland.
Here's our starting lineup for the game.
You can watch the match live on @JioCinema and @Sports18 network – 12:50 PM onwards. #HockeyIndia… pic.twitter.com/Z2hR3hf7AT
— Hockey India (@TheHockeyIndia) January 24, 2024
এদিনের ম্যাচে ভারতের পাঁচ কন্যা ও পোল্যান্ডের পাঁচ জন্য ফিল্ডে নেমেছিলেন একে অন্যের বিরুদ্ধে। ওমানে হয়েছে ম্যাচ। খেলার শুরু থেকেই দুই দল বেছে নিয়েছিল আক্রমণে যাওয়ার পথ। দুই মিনিটের ব্যবধানে ভারত প্রথমে এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। তারপর ম্যাচে ফেরত আসে পোল্যান্ড। খেলার ১০ মিনিটের মধ্যে হয় ৫ গোল। ভারতের ৩, পোল্যান্ডের ২ গোল।
✨ Win for Team India✨
Full-time:
India 5 – Poland 4
Goal Scorers:
4' 14' Mumtaz Khan
6' 29' Deepika
23' Kujur Mariana8' Kucharska Julia
10' Rybacha Marlena
27' Slawinska Paula
29' Polewczak MonikaOur Women's Team has begun their 5s World Cup Campaign with a Win.… pic.twitter.com/RBpQx2Lxl2
— Hockey India (@TheHockeyIndia) January 24, 2024
বিরতির পর আরও বাকি ছিল। মারিয়ানা কুজুরের গোল ব্যবধান ফের দ্বিগুণ করে টিম ইন্ডিয়া। পরে দীপিকা ভারতের জয় নিশ্চিত করেন। ভারতের পক্ষে ৫-৪ গোলে শেষ হয় ম্যাচ। ভারতের হয়ে জোড়া গোল করেছেন মুমতাজ খান ও দীপিকা এবং একটি গোল কুজুরের।