Madhyamik: মামলার গেরোয় মাধ্যমিক

মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার মামলা কলকাতা হাইকোর্টে। সম্প্রতি পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সময় বদলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার। নতুন সময় নিয়ে আপত্তি জানিয়েই…

school reopen in west bengal

মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার মামলা কলকাতা হাইকোর্টে। সম্প্রতি পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সময় বদলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার। নতুন সময় নিয়ে আপত্তি জানিয়েই মামলা হয়েছে আদালতে।

পরীক্ষার মাত্র কয়েকদিন আগে কেন সময় বদল করা হল, সেই প্রশ্নও তোলা হয়েছে মামলায়। আগামী ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। তার আগেই এই মামলার জেরে নতুন জট, বেড়েছে জল্পনা। পরীক্ষার সময় পরিবর্তন করা হলেও সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিটে, শেষ হত দুপুর ৩টেয়। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হত পড়ুয়াদের। এবার সময় এগিয়ে আনা হয়েছে। পর্ষদের নোটিস অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ মিনিটে, শেষ হবে দুপুর ১টায়।

বুধবার হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে দায়ের হয়েছে এই মামলা। সময় বদলের জন্য ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে বলে দাবি করা হয়েছে। মামলাকারী আইনজীবীর দাবি, আগের সময়েই পরীক্ষার নির্দেশ দিক আদালত।

মামলায় উল্লেখ করা হয়েছে, নতুন সময়ে পরীক্ষা হলে সমস্যায় পড়বে বহু ছাত্রছাত্রী। বিশেষত গ্রামাঞ্চল, পাহাড় বা সুন্দরবন এলাকার ছাত্রছাত্রীরা সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবে না বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালে, মধ্যশিক্ষা পর্ষদ পুরনো সময় পরীক্ষার কথা জানিয়েছিল। তারপরও কীভাবে পরীক্ষার কয়েক দিন আগে সময় বদল করতে পারে, সেই প্রশ্ন তুলেই মামলা হয়েছে হাইকোর্টে।