Asia Cup: ১০ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত

India Dominates Asia Cup

Asia Cup: বৃষ্টির কারণে ভারতের আরও একটা ম্যাচ শেষ করা সম্ভব হল না। তবে এবার DLS মেথডের সাহায্যে ম্যাচের মীমাংসা করা সম্ভব হয়েছে। ভারতকে দশ উইকেটে জয়ী ঘোষণা করা হয়েছে।

Advertisements

সোমবার শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ভারত বনাম নেপাল এশিয়া কাপের ম্যাচ। প্রথমে ব্যাট করে ৪৮.২ ওভারে ২৩০ রান করেছিল নেপাল। ভারতের মতো প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাট হাতে তাদের এই প্রয়াস প্রশংসার যোগ্য। প্রতিপক্ষ খাতায় কলমে পিছিয়ে থাকলেও পূর্ণ শক্তির দল নামিয়েছিল টিম ইন্ডিয়া। এশিয়া কাপের গত ম্যাচে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ভাগাভাগি হয়ে গিয়েছিল পয়েন্ট। ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পায়নি পাকিস্তান। তাই অমীমাংসিত থেকে গিয়েছিল খেলার ফলাফল।

   

সুপার ফোরে যাওয়ার জন্য ভারতের নিশ্চিত ২ পয়েন্ট দরকার ছিল। নেপালের বিরুদ্ধে এদিনের এই ম্যাচ ছিল ডু অর ডাই পরিস্থিতিতে। তাই কোনো ঝুঁকি না নিয়ে পূর্ণ শক্তির দল নামিয়েছিল ভারত। প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন মহম্মদ শামি। নেপালের হয়ে অর্ধ শতরান করে নজর কেড়েছেন আসিফ শেখ (৯৭ বলে ৫৮ রান)। সোমপাল কামি খেলেছেন ৪৮ রানের ইনিংস। ভারতের হয়ে সেরা বোলিং পারফরম্যান্স রবীন্দ্র জাদেজার। দশ ওভার হাত ঘুরিয়ে ৪০ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট।

বৃষ্টির কারণে একাধিকবার থমকে গিয়েছিল ম্যাচ। তাতে অবশ্য ভারতের রানের গতি থেমে থাকেনি। রোহিত শর্মা (৫৯ বলে অপরাজিত ৭৪ রান) এবং শুভমন গিলের (৬২ বলে অপরাজিত ৬৭ রান) বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ নেপালের বোলাররা। ২০.১ ওভারের পর বৃষ্টির কারণে ম্যাচ চালিয়ে যাওয়া আর সম্ভব হয়। DLS মেথডের সাহায্য নেওয়া হয়। সহজেই জয়ী দলের শিরোপা অর্জন করে ভারত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements