শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত ২০২৩ সালের উদীয়মান বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরশাহি ‘এ’-র বিরুদ্ধে যশ ধুলের নেতৃত্ব ৮ উইকেটে জিতে যায় ভারত ‘এ’।
১৭৬ রান তাড়া করতে নেমে সাই সুদর্শনকে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন ভারত ‘এ’-র সহ অধিনায়ক অভিষেক শর্মা। তবে তিন ওভার শেষ হওয়ার ঠিক মুখেই জওয়াদুল্লার বলে ফিরে যান সুদর্শন।
এর পরেই নাসের আলির বলে বিদায় নেন অভিষেকও। এর পরেই ব্যাট করতে নামেন অধিনায়ক যশ ধুল।
বস্তুত একা হাতেই ম্যাচ জিতিয়ে দেন যশ। অধিনায়ক যশ ধুল আরেকটি সেঞ্চুরি হাঁকিয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে জিতিয়ে দেন তিনি।
বল হাতে নজরকাড়া পারফর্ম করেন কোলকাতা নাইট রাইডার্সের হর্ষিৎ রানা। ৯ ওভারে ৪১ রান দিয়ে নেন ৪ উইকেট।
ম্যাচের সেরা যশ ধুল বলেন, “আমার জন্য এটি একটি বিশেষ ইনিংস। তবে দ্রুত দুই উইকেট হারানোর আমরা ভালোভাবেই ফিরে এসেছি। ভেবেই রেখেছিলাম যে আগে উইকেটটাকে ভালো ভাবে বুঝে নেব। এর জন্য কিছুটা সময় নেই আমি। ভেবেছিলাম যে আগে সেট হয়ে নিয়ে তারপর আক্রমণাত্মক হব। এমনই খেলি আমি। আমি বিশ্বাস করি যে আমাদের বোলাররা ভালো খেলেছে সঠিক জায়গায় বল করেছে। আর হ্যাঁ, আকাশ সিং সুস্থ আছেন। আর্দ্রতার কারণে তার পায়ে একটু ক্র্যাম্প হয়েছে মাত্র।”
গ্রুব ‘বি’ তে থাকা ভারতের সাতে ইউএই ছাড়াও রয়েছে পাকিস্তান ‘এ’ এবং নেপাল ‘এ’।