অনবদ্য গুরপ্রীত! তাজাকিস্তানকে হারিয়ে নেশনস কাপ শুরু করল ভারত

খালিদ জামিলের হাত ধরে জয়ের সরণিতে ফিরল ভারতীয় ফুটবল দল‌। শুক্রবার ভারতীয় সময় রাত ৯টায় কাফা নেশনস কাপের (CAFA Nations Cup) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল…

India Tajikistan in CAFA Nations Cup Opener with Stellar Gurpreet Performance

খালিদ জামিলের হাত ধরে জয়ের সরণিতে ফিরল ভারতীয় ফুটবল দল‌। শুক্রবার ভারতীয় সময় রাত ৯টায় কাফা নেশনস কাপের (CAFA Nations Cup) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ব্লু-টাইগার্সরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী তাজাকিস্তান দল। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারত। দলের হয়ে এদিন গোল পান দুই ভরসাযোগ্য ডিফেন্ডার‌।  আনোয়ার আলি এবং সন্দেশ ঝিঙ্গান। অন্যদিকে, সামিভ শাহরম ব্যবধান কমাতে সক্ষম হলেও শেষ রক্ষা হয়নি। একটি গোলের ব্যবধানেই জয় পায় ভারতীয় ফুটবল দল। অনবদ্য পারফরম্যান্স করেন অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু।

   

বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল ভারতীয় ফুটবল দল। আসলে নয়া কোচের দায়িত্ব গ্রহণের পর থেকেই যেন পুরনো ছন্দে ফেরার অঙ্গীকার নিয়েছে রোশন সিংরা। প্রতিপক্ষের মাঠে খেলা থাকলেও গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি। প্রথম পাঁচ মিনিটের মাথায় আনোয়ার আলির হেডে চলে আসে প্রথম গোল। এগিয়ে যাওয়ার পর থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল ভারতীয় ব্রিগেড। তারপর প্রায় দশ মিনিটের মধ্যেই চলে এসেছিল দ্বিতীয় গোল। এবার আনোয়ারের নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল করে যান সন্দেশ ঝিঙ্গান।

Advertisements

পরবর্তীতে তাজাকিস্তানে ফুটবলাররা ব্যবধান কমাতে সক্ষম হলেও দ্বিতীয়বার আর গোলের মুখ খুলতে পারেনি। যারফলে একটি গোলের ব্যবধানেই প্রথমার্ধে এগিয়েছিল ভারত। তারপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে থাকে প্রতিপক্ষ দলের ফুটবলাররা। তাঁদের আটকাতে গিয়েই পেনাল্টি দিয়ে বসে ভারত। রেফারির এমন সিদ্ধান্ত কিছুটা হলেও হতাশ করেছিল ভারতের ফুটবলপ্রেমীদের। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তাজাক ফুটবলার। দুই পায়ের অনবদ্য সেভে বলটিকে বিপদমুক্ত করেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং। বলতে গেলে এটাই হয়তো ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তারপর ম্যাচের শেষ কোয়ার্টারে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন তাজাকিস্তানের ফুটবলার মাবাতশোয়েভ।

কিন্তু বলটি গোলে রাখা সম্ভব হয়নি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিট সময় সংযুক্ত করেছিলেন ম্যাচ রেফারি। তবে ফলাফল অপরিবর্তিত থাকে শেষ পর্যন্ত। যারফলে তিন পয়েন্ট নিয়েই এবার রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়াম ছাড়ল ভারতীয় ফুটবল দল। এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের।