ত্রিদেশীয় ফুটবল: মায়ানমারকে ১-০ গোলে হারাল ভারত, গোলদাতা অনিরুদ্ধ থাপা

ফের জয় পেল ভারত ( India)। আজ ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়াম মায়ানমারের (Myanmar) বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল।

plz write SEO friendly Alt Text and Description

ফের জয় পেল ভারত ( India)। আজ ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়াম মায়ানমারের (Myanmar) বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। নির্ধারিত সময়ে ১-০ ব্যবধানে জয় সুনিশ্চিত করল সুনীল ব্রিগেড। একমাত্র গোল করেন অনিরুদ্ধ থাপা। আজকের এই জয়ের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে টানা ৪ ম্যাচ অপরাজিত থাকল ভারত। সেইসাথে গত ২০১৯ সালের পর এই প্রথম ক্লিনশিট পেলেন গোলরক্ষক অমরিন্দর সিংহ।

Advertisements

বর্তমানে, ফিফার ক্রমবর্ধমান তালিকায় ১০৬ নম্বরে রয়েছে ভারত। অপরদিকে অনেকটাই পিছিয়ে ১৫৯ নম্বরে রয়েছে মায়ানমার। তবুও আজকের ম্যাচে যথেষ্ট নজর কেড়েছে মায়ানমারের ফুটবলাররা। ম্যাচের প্রথমার্ধে অনিরুদ্ধ থাপার গোলে ভারত এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বারংবার আক্রমণ শানাতে শুরু করে বিপক্ষের ফুটবলাররা। পাশাপাশি একাধিকবার সুযোগ পেয়ে ও গোল মিস করেন সুনীল ছেত্রী। নাহলে বড় ব্যবধানে জয় পেতেই পারত ভারতীয় দল।

   
Advertisements

তবে ম্যাচের ৮৭ মিনিটের মাথায় গোলদাতা অনিরুদ্ধ থাপা কে তুলে নিয়ে মাঠে নামানো হয় বাঙালি ফুটবলার ঋত্বিক দাস। উল্লেখ্য, এবারের আইএসএল জামশেদপুর এফসির হয়ে যথেষ্ট নজর কেড়েছেন এই বঙ্গ তারকা। আজ দেখা মিলল সেই ঝলক। ম্যাচের অতিরিক্ত সময় ৯২ মিনিটের মাথায় মাঠের ডান প্রান্ত থেকে প্রতিপক্ষের বক্সে উঠে আসেন ঋত্বিক। তবে পায়ের সাথে বলের সঠিক সংযোগের অভাবে ব্যবধান একই থেকে যায় ভারতীয় দলের। আগামী ম্যাচে কিরঘিজ রিপাবলিকের মুখোমুখি হবে ভারত।