HomeSports Newsকলম্বোয় রুদ্ধশ্বাস ম্যাচে পাক বধ ভারতের

কলম্বোয় রুদ্ধশ্বাস ম্যাচে পাক বধ ভারতের

- Advertisement -

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের (SAFF U17 Championship 2025) উত্তেজনাপূর্ণ এক দ্বৈরথে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (Pakistan) ৩-২ গোলে হারিয়ে গ্রুপ ‘বি’ এর শীর্ষে উঠে এল ভারত (India) অনূর্ধ্ব-১৭ জাতীয় দল। কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল নাটকীয়তা, গতি এবং আবেগে ভরপুর (Bengali Sports News)। প্রথমার্ধে উভয় দল ১-১ গোলে সমতা বজায় রেখেছিল (India Football News)।

ভারতের হয়ে গোল করেন দলালমুয়ন গাংতে (৩১ মিনিট), গুনলেইবা ওয়াংখেইরাকপাম (৬৩ মিনিট) এবং রাহান আহমেদ (৭৩ মিনিট)। পাকিস্তানের হয়ে গোল করেন মহম্মদ আব্দুল্লাহ (৪৩ মিনিট, পেনাল্টি) এবং হামজা ইয়াসির (৭০ মিনিট)।

   

প্রথম থেকেই দুই দল সমানতালে আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ শুরু করে। ভারতের খেলোয়াড়রা ছিল বেশি সংগঠিত এবং বল কন্ট্রোলে দক্ষ। ২৫ মিনিটের মাথায় গাংতে এক চমৎকার থ্রু বল বাড়ান কামগোহাও ডুঙ্গেলের উদ্দেশ্যে, তবে পাকিস্তানের গোলরক্ষক সামার রাজ্জাক সহজেই শটটি ঠেকিয়ে দেন।

৩১ মিনিটে ভারত এগিয়ে যায় এক নিখুঁত আক্রমণে। ড্যানি সিং ওয়াংখেম ডান প্রান্তে দুর্দান্ত ড্রিবলিং করে বল বাড়ান গাংতের উদ্দেশ্যে, যিনি কোন ভুল না করে বল জালে জড়িয়ে দেন।

তবে প্রথমার্ধের শেষদিকে ভারতের ডিফেন্সে একটি ভুলের সুযোগ নিয়ে পাকিস্তান সমতা ফেরায়। ৪৩ মিনিটে থোংগৌমাং টৌথাং ফাউল করলে পেনাল্টি পায় পাকিস্তান। মহম্মদ আব্দুল্লাহ নির্ভুল শটে গোল করে ম্যাচে ফেরান দলকে।

দ্বিতীয়ার্ধে ভারত আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নামে। ৬৩ মিনিটে টৌথাং নিখুঁত পাস পেয়ে ওয়াংখেইরাকপাম দ্বিতীয় গোল করেন। কিন্তু পাকিস্তানও থেমে থাকেনি। ৭০ মিনিটে ভারতীয় গোলরক্ষক বারুয়ার একটি ভুলের সুযোগ নিয়ে হামজা ইয়াসির গোল করে আবারও ম্যাচে সমতা ফেরান।

তবে ৭৩ মিনিটে রাহান আহমেদ ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন। আজলান শাহের দূরপাল্লার শট ফিরিয়ে দিলে, রাহান দ্রুত রিয়্যাক্ট করে বল জালে পাঠান। শেষ মুহূর্তে ভারত রক্ষণভাগে দৃঢ়তা দেখিয়ে স্কোরলাইন ধরে রাখে এবং ম্যাচ শেষ করে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ের ফলে ভারত গ্রুপ বি’র শীর্ষে উঠে যায় এবং টুর্নামেন্টে নিজেদের অপরাজিত যাত্রা বজায় রাখে। কোচের পরিকল্পনা, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা এবং সঠিক সময়ে গোল করার ক্ষমতা এই জয়ের মূল চাবিকাঠি।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতের এই ধারাবাহিকতা আশা জাগাচ্ছে এবং দলের পারফরম্যান্স আগামী ম্যাচগুলিতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামতে সাহায্য করবে।

India defeat Pakistan wirh maintain perfect record in SAFF U17 Championship 2025

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular