এশিয়া কাপের মাঝপথে সিরিজ হারল ভারত, বিশ্বরেকর্ড স্মৃতির

পুরুষদের ক্রিকেটে ২০০৬ সালের সেই কিংবদন্তি ম্যাচ। অস্ট্রেলিয়ার (Australia) ৪৩৪ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার ৪৩৮ রানের জয়, আজও রূপকথার মতো। এবার সেই ছায়ায় মহাকাব্যিক লড়াই…

India Cricket Team Women fall short against Australia in 777 run thriller despite Smriti Mandhana Record during Asia Cup

পুরুষদের ক্রিকেটে ২০০৬ সালের সেই কিংবদন্তি ম্যাচ। অস্ট্রেলিয়ার (Australia) ৪৩৪ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার ৪৩৮ রানের জয়, আজও রূপকথার মতো। এবার সেই ছায়ায় মহাকাব্যিক লড়াই উপহার দিলেন ভারতের মহিলারা (India Cricket Team Women)। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৪১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ভারত (India Cricket News) থামল ৩৬৯ রানে। জয় না এলেও স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিধ্বংসী সেঞ্চুরি এবং দীপ্তি শর্মার সাহসী লড়াই নজর কাড়ল গোটা ক্রিকেটবিশ্বের (Asia Cup)।

ব্যাটিং তাণ্ডব, রেকর্ডের বৃষ্টি

অস্ট্রেলিয়া আগে ব্যাট করে তোলে ৪১২ রান। বেথ মুনির ৭৫ বলে ১৩৮ রানের বিধ্বংসী ইনিংস ছাড়াও গুরুত্বপূর্ণ অবদান রাখেন জর্জিয়া ভল (৮১), এলিস পেরি (৬৮), অ্যাশলে গার্ডনার (৩৯)। ৪৭.৫ ওভারে ৪১২ রানে অলআউট হয় অজি শিবির।

   

ভারতের (Bengali Sports News) হয়ে সবচেয়ে সফল বোলার অরুন্ধতী রেড্ডি, তিনটি উইকেট নিলেও দেন ৮৬ রান। দীপ্তি শর্মা ও রেণুকা সিং নেন দুটি করে উইকেট। কিন্তু নির্দিষ্ট লাইন-লেংথ বজায় রাখতে ব্যর্থ হন ভারতীয় বোলাররা। ফিল্ডিংয়েও ছিল একাধিক ভুল।

স্মৃতির সেঞ্চুরি : গর্বের ইতিহাস

৪১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার প্রতীকা রাওয়াল (১০) ও হরলীন দেওল (১১) দ্রুত ফিরলে চাপে পড়ে যায় দল। সেই সময় উইকেটে ঝড় তোলেন স্মৃতি মান্ধানা। মাত্র ৫০ বলে সেঞ্চুরি, যা ভারতের পক্ষে দ্রুততম (পুরুষ ও মহিলা মিলিয়ে) এবং মহিলাদের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরান।

৬৩ বলে ১২৫ রানের ইনিংসে স্মৃতির ব্যাট থেকে আসে ১৭টি চার ও ৫টি ছয়। পাশে দাঁড়ান অধিনায়ক হরমনপ্রীত কৌর (৩৫ বলে ৫২)। দু’জনের জুটিতে আবারও ম্যাচে ফিরে আসে ভারত। কিন্তু দুই সেট ব্যাটার ফিরে গেলে ধাক্কা খায় দল। স্মৃতি গ্রেস হ্যারিসের বলে গার্ডনারের হাতে ক্যাচ দেন, হরমনপ্রীতও প্যাভিলিয়নে।

দীপ্তির শেষ লড়াই

জয়ের স্বপ্ন ফের বাঁচিয়ে রাখেন দীপ্তি শর্মা। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও দীপ্তি একা চালিয়ে যান লড়াই। ৫৮ বলে ৭২ রানে শেষ হয় তাঁর ইনিংস। স্নেহ রানা শেষদিকে হাত খুললেও (২০ বলে ৩৪), জয় অধরা থেকে যায়। ৪৭ ওভারে ৩৬৯ রানে থেমে যায় ভারতের ইনিংস। ম্যাচ হেরে গেলেও মাথা উঁচু করেই মাঠ ছাড়লেন হরমনপ্রীতরা।

বিশ্বরেকর্ড ও ভবিষ্যতের আশা

এই ম্যাচে দু’দলের সম্মিলিত রান ৭৭৭। মহিলাদের এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল ২০১৭ সালের ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে, যেখানে ওঠে ৬৭৮ রান।

Advertisements

বিশ্বকাপের আগে এমন এক ম্যাচ ভারতকে আত্মবিশ্বাস জোগাবে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪০০ বেশি রান তাড়া করে লড়াই করা। সেটাই বুঝিয়ে দিল, ভারতের ব্যাটিং লাইন আপ বিশ্বমানের।

ম্যাচের পর হরমনপ্রীত বলেন, “হেরে গিয়ে খুশি নই। তবে সিরিজ জুড়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ব্যাটিংয়ে গভীরতা রয়েছে, তবে ফিল্ডিং ও সুযোগ কাজে লাগানো নিয়ে আরও পরিশ্রম করতে হবে।”

তিন ম্যাচের সিরিজ শেষ হল অস্ট্রেলিয়ার ২-১ জয়ে। প্রথম ম্যাচ জিতেছিল অজি শিবির। দ্বিতীয় ম্যাচে কামব্যাক করে সমতা ফেরায় ভারত। তৃতীয় ম্যাচে আবার ইতিহাসের দোরগোড়ায় গিয়েও ৪৩ রানে হার।

India Cricket Team Women fall short against Australia in 777 run thriller despite Smriti Mandhana Record during Asia Cup