মিডল অর্ডারে মন্থর সঞ্জুকে নিয়ে কী পরিকল্পনা? জানিয়ে দিল দল

এশিয়া কাপে (Asia Cup Super Four) সঞ্জু স্যামসনের (Sanju Samson) পারফরম্যান্স ঘিরে তৈরি হয়েছে জোর আলোচনা (India Cricket Team)। ওমানের বিরুদ্ধে অর্ধশতরান করলেও, পাকিস্তানের বিরুদ্ধে…

India Cricket Team take decision on Sanju Samson ahead Bangladesh match in Asia Cup Super Four

এশিয়া কাপে (Asia Cup Super Four) সঞ্জু স্যামসনের (Sanju Samson) পারফরম্যান্স ঘিরে তৈরি হয়েছে জোর আলোচনা (India Cricket Team)। ওমানের বিরুদ্ধে অর্ধশতরান করলেও, পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হন তিনি। দু’টি ইনিংসেই দেখা গেছে তাঁর ব্যাটিং ছিল যথেষ্ট মন্থর গতির। আর এই মন্থরতা নিয়েই দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট (India Cricket News)। ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে সাফ জানিয়ে দিয়েছেন, মিডল অর্ডারে দ্রুত রান তোলার জন্য প্রস্তুত হতে হবে সঞ্জুকে। একইসঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছেন, ভবিষ্যতে আর ওপেনিংয়ে তাঁর ফেরা কার্যত অসম্ভব (Bengali Sports News)।

দুশখাত বলেন, “সঞ্জুর প্রতি আমাদের আস্থা আছে। তবে মিডল অর্ডারে কীভাবে দ্রুত রান তুলতে হয়, সেটা ওকে শিখতেই হবে। ও এখন শেখার পর্যায়ে রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে পিচ খুব সহজ ছিল না, এটা ঠিক। কিন্তু এই স্তরে পিচ যেমনই হোক, দ্রুত রান তোলার দায়িত্ব থেকে সরে আসা চলে না।”

   

সঞ্জু স্যামসন এখন পর্যন্ত এশিয়া কাপে মাত্র দু’টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন। ওমানের বিরুদ্ধে ৫৫ রানের ইনিংস খেললেও, পাকিস্তানের বিরুদ্ধে ১৭ বলে মাত্র ১৩ রান করেন। আর এই পারফরম্যান্সই টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলেছে। কারণ, পাঁচ নম্বরে একজন এমন ব্যাটার দরকার, যিনি ইনিংস গতি এনে দিতে পারেন। যেটা এখনও পর্যন্ত করে দেখাতে পারেননি সঞ্জু।

এদিকে দলের ব্যাটিং লাইনআপে পরিবর্তনের কোনও সম্ভাবনাও নেই। শুভমন গিল ও অভিষেক শর্মা ওপেনিংয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিন নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং চার নম্বরে তিলক বর্মার জায়গা পাকা। এই পরিস্থিতিতে সঞ্জুর ওপরে উঠে আসার কোনও সুযোগই নেই। দুশখাতে স্পষ্ট ভাষায় বলেন, “আমরা এখন এমন এক ব্যাটিং কম্বিনেশনের মধ্যে রয়েছি, যেখানে ওপেনিংয়ে পরিবর্তনের কোনও জায়গা নেই। পাঁচ নম্বরে আমাদের এমন কাউকে দরকার, যে ম্যাচের গতি বদলাতে পারে। সেই জায়গাটায় আমরা সঞ্জুকেই দেখছি, কিন্তু ওকে আরও উন্নতি করতে হবে।”

এখানেই শেষ নয়। দুশখাতের বক্তব্যে আরও একবার পরিষ্কার যে সঞ্জুর ওপেনিংয়ে ফেরার পথ বন্ধ। তিনি বলেন, “আমরা জানি, ও ওপেনিং পছন্দ করে। কিন্তু এই মুহূর্তে দলের প্রয়োজন অনুযায়ী ওকে মিডল অর্ডারেই মানিয়ে নিতে হবে।”

পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়ের পর ভারতীয় দল এখনও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট নয়। বাংলাদেশ ম্যাচের আগে দুশখাতে জানিয়েছেন, পুরো দল এখন আরও মনোযোগী এবং একটি নির্দিষ্ট কৌশলের উপর ভরসা রাখছে। সেই কৌশল ‘সকলকে সম্মান করো, কাউকে ভয় পেও না।’

Advertisements

দলের মধ্যে ইতিমধ্যেই আলোচনা হয়েছে, কোথায় কোথায় উন্নতি দরকার। দুশখাতের ভাষায়, “বাংলাদেশ, পাকিস্তান বা ওমান যেই প্রতিপক্ষ হোক না কেন, আমরা নিজেদের সেরাটা দিতেই মাঠে নামব। প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”

India Cricket Team take decision on Sanju Samson ahead Bangladesh match in Asia Cup Super Four

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News