অভিষেক-শুভমন জুটি এবং বরুণের স্পিনে ভরসা! নেই দুই তারকা, রইল সম্ভাব্য একাদশ

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই ভারতের (India Cricket Team)মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত (UAE)। ১০…

India Cricket Team Predicted Playing XI For Asia Cup 2025 Match Against UAE

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই ভারতের (India Cricket Team)মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত (UAE)। ১০ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সূর্যকুমার যাদবের নেতৃত্বে নামবে ভারতীয় দল। নতুন চেহারার এই ভারতীয় দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ মুখ, আবার বাদ পড়েছেন কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও। সেখানেই রইল ভারতের সম্ভব্য একাদশ (Predicted Playing XI)।

এবারের এশিয়া কাপে ভারতের হয়ে ইনিংস শুরু করতে পারেন অভিষেক শর্মা ও শুভমন গিল। অভিষেকের বাঁহাতি আগ্রাসী ব্যাটিং এবং শুভমনের টেকনিক্যাল দক্ষতা ওপেনিং জুটিকে মজবুত করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুভমন গিল দলে ফিরেছেন সহ-অধিনায়ক হিসেবে, ফলে তার একাদশে থাকা নিশ্চিত বলেই ধরা হচ্ছে।

   

ব্যাটিং নয়, চাই উইকেট টেকার! তারকা স্পিনারকে নিয়ে ‘বিস্ফোরক’ প্রাক্তন ক্রিকেটার

অন্যদিকে, এই অবস্থান পরিবর্তনের ফলে বাদ পড়ার সম্ভনা রয়েছে সঞ্জু স্যামসন। কেরালা ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে থাকলেও, দলীয় কম্বিনেশনের কারণে সঞ্জুকে বসে থাকতে হতে পারে বেঞ্চে।

তৃতীয় স্থানে ব্যাট করতে দেখা যেতে পারে তিলক বর্মাকে। শর্ট ফরম্যাটে ধারাবাহিক পারফর্ম করে জাত চিনিয়েছেন তিনি। পরের অবস্থানেই থাকবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ‘Mr. 360’ খ্যাত সূর্যর উপর থাকবে দলের মিডল অর্ডারকে চালনার দায়িত্ব।

পাঁচ নম্বরে ব্যাট করতে পারেন শক্তিশালী অলরাউন্ডার শিবম দুবে। বড় শট মারতে পারার পাশাপাশি তার মিডিয়াম পেস বোলিংও দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই কারণে দলে জায়গা হারাতে পারেন রিঙ্কু সিং।

ছয় নম্বরে থাকবেন হার্দিক পাণ্ডিয়া। তার ব্যাটিং আক্রমণ এবং মিডিয়াম পেস বোলিং ভারতীয় দলে অলরাউন্ড ভারসাম্য আনবে। হার্দিকের অভিজ্ঞতা এবং ম্যাচ ফিনিশিং ক্ষমতা তাঁকে দলের অপরিহার্য অংশ করে তুলেছে।

ফুটবলার না ছেড়ে ক্লিনশিট পেল মোহনবাগান! সন্দেশ ইস্যুতে ধাক্কা ফেডারেশনের

সাত নম্বরে উইকেটকিপার হিসেবে দেখা যেতে পারে জিতেশ শর্মাকে। আইপিএল ২০২৫ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত পারফর্ম করা জিতেশ এখন মিডল অর্ডারে এক নির্ভরযোগ্য ব্যাটার।

Advertisements

অষ্টম স্থানে থাকতে পারেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তার অর্থোডক্স স্পিন এবং কার্যকর ব্যাটিং UAE-র স্পিন সহায়ক উইকেটে ভারতকে বড় সুবিধা এনে দিতে পারে।

ভারতের বোলিং লাইনআপে থাকবে একদিকে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী এবং অন্যদিকে গতির দুই অস্ত্র জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং।

বরুণের ‘মিস্ট্রি’ স্পিন UAE-র পরিবেশে বড় অস্ত্র হতে পারে। অন্যদিকে, বুমরাহর নেতৃত্বে পেস বিভাগ থাকবে ধারালো। তার সঙ্গে নতুন বলে দারুণ সুইং এবং ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার দেওয়ার ক্ষমতা অর্শদীপকে দলে অপরিহার্য করে তুলেছে।

ভারতের সম্ভাব্য একাদশ :

পদপিষ্টকাণ্ডে নীরবতা ভাঙলেন কোহলি, তবু প্রশ্ন ‘দেরি কেন?’

অভিষেক শর্মা, শুভমন গিল (সহ অধিনায়ক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং

এশিয়া কাপের মঞ্চে প্রথম ম্যাচেই সেরা একাদশ নামিয়ে শক্তিশালী সূচনা করতে চাইছে গৌতম গম্ভীর। তবে সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিংয়ের মতো প্রতিভাবান খেলোয়াড়দের সম্ভাব্য তালিকায় বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। দেখার বিষয়, প্রথম ম্যাচে সূর্যকুমার বাহিনী কতটা ছাপ ফেলতে পারে মরুর বুকে।

India Cricket Team Predicted Playing XI For Asia Cup 2025 Match Against UAE