‘কনফার্ম’ অভিষেক! কে হবেন ওপেনিং পার্টনার? রইল ভারতের সম্ভাব্য একাদশ

২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) উত্তেজনা এখন তুঙ্গে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচগুলোর জন্য। বিশেষ করে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের…

India Cricket Team Playing XI in Asia Cup 2025 like to Sanju Samson selection doubt Shubman Gill & Abhishek Sharma Opens

২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) উত্তেজনা এখন তুঙ্গে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচগুলোর জন্য। বিশেষ করে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের দিকে তাকিয়ে রয়েছে গোটা উপমহাদেশ। তবে তার আগেই ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল (India Cricket Team)। ফলে এখনই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে—কেমন হতে পারে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলের প্রথম একাদশ?

অভিষেক শর্মা, ওপেনিংয়ে প্রথম পছন্দ

   

অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে প্রথম পছন্দ হিসেবে থাকছেন তরুণ ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। গত কয়েক মাসে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে যেভাবে নিজের ব্যাটিংয়ের জোর দেখিয়েছেন, তাতে করে তাঁর জায়গা কার্যত পাকা বলেই মনে করা হচ্ছে। তবে অভিষেকের সঙ্গে ওপেনিংয়ে কাকে দেখা যাবে, সেটাই এখন বড় প্রশ্ন।

কবে থেকে প্রি-সিজন শুরু করতে পারে বেঙ্গালুরু?

এই জায়গার জন্য দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন শুভমন গিল (Shubman Gill) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson)। গিল বর্তমানে দলের সহ-অধিনায়ক, ফলে তাঁর দলে সুযোগ পাওয়া খুব একটা আশ্চর্যের হবে না। অন্যদিকে, সঞ্জু স্যামসনও রয়েছেন দারুণ ফর্মে এবং তাঁর স্ট্রাইক রেট ও অভিজ্ঞতাও দলের কাজে লাগতে পারে। কিন্তু টিম ম্যানেজমেন্ট হয়ত গিলের উপরেই ভরসা রাখতে পারে, বিশেষ করে বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতার জন্য।

মিডল অর্ডারে তিলক ও সূর্যর দায়িত্ব

তিন নম্বরে তিলক বর্মা’র খেলা এখন প্রায় নিশ্চিত। সম্প্রতি ভারতীয় দলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তিনি নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। তার পরে চারে নামবেন অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেই, যিনি বর্তমানে ভারতের টি-২০ ক্রিকেটের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের মধ্যে অন্যতম।

প্রথম ম্যাচের আগেই বিতর্কে সূর্যকুমার! কড়া ভাষায় উত্তর ভারত অধিনায়কের

পাঁচ নম্বরে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। তাঁর অলরাউন্ড ক্ষমতা দলের ব্যালান্স ধরে রাখবে। বিশেষ করে তাঁর মিডিয়াম পেস ও শেষদিকে ব্যাট হাতে আক্রমণ দলের জন্য অমূল্য হতে পারে।

ফিনিশিংয়ের দায়িত্বে রিঙ্কু ও জিতেশ

শেষ দিকে ব্যাটিংয়ের দায়িত্ব থাকবে রিঙ্কু সিং ও জিতেশ শর্মার উপর। রিঙ্কু সিং ইতিমধ্যেই নিজেকে একজন বিধ্বংসী ফিনিশার হিসেবে প্রতিষ্ঠা করেছেন। অন্যদিকে, জীতেশ কেবল ব্যাটিং নয়, উইকেট কিপিংয়েও দলের ভরসাযোগ্য মুখ। পাশাপাশি স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তাঁদের ঝাঁঝালো ব্যাটিং প্রতিপক্ষের কাছে বড় সমস্যা তৈরি করতে পারে।

বোলিং বিভাগে ভারসাম্যের ছাপ

Advertisements

ব্যাটিংয়ের পাশাপাশি ভারতীয় বোলিং লাইনআপেও রয়েছে গভীরতা। জসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন। একজন অভিজ্ঞ, অন্যজন তরুণ উদ্যমে ভরপুর দুজনেই পরস্পরের পরিপূরক।

সম্ভাব্য স্পিন বিভাগে থাকবেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। একজন বাঁহাতি ‘চায়নাম্যান’, অন্যজন ‘মিস্ট্রি’ স্পিনার যারা মাঝের ওভারে উইকেট তুলে নিতে সক্ষম। হার্দিক পান্ডিয়া পার্ট টাইম পেসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। ব্যাটিং অর্ডারের গভীরতাও তৈরি হবে তাঁর উপস্থিতিতে।

‘ফেভারিটের তকমা’ উড়িয়ে কড়া বার্তা সূর্যের, পাল্টা জবাব পাক অধিনায়কের

সঞ্জুকে ঘিরে ধোঁয়াশা

যদিও সঞ্জু স্যামসন দলের অন্যতম সেরা ব্যাটারদের একজন, তবুও প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়া নিয়ে রয়েছে জোর সংশয়। ওপেনিং না পেলে তিনে বা পাঁচেও জায়গা পাওয়া কঠিন, কারণ তিলক ও হার্দিক ইতিমধ্যেই নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন। ফলে হয়তো তাঁকে প্রথম ম্যাচে বাইরে বসতে হতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেট কিপার), জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব

চার বছরের চুক্তিতে লাল-হলুদ শিবিরে নাম লেখালেন গোয়ার ফুটবলার জয়

১০ সেপ্টেম্বরের ম্যাচে এই একাদশই ভারতের সম্ভাব্য ড্রেস রিহার্সাল হতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগে। তবে ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই নিজেদের মতো করে সাজিয়ে ফেলছেন প্রথম একাদশ—কার থাকবে জায়গা, কার থাকবে না, সেই জল্পনা আরও খানিকটা উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিচ্ছে।

India Cricket Team Playing XI in Asia Cup 2025