১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) অভিযান শুরু করবে ভারত (India Cricket Team)। গৌতম গম্ভীরের পরিচালনায় ভারতীয় দল ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে। তবে ম্যাচের আগেই চূড়ান্ত একাদশ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কিন্তু সঞ্জু স্যামসন (Sanju Samson), রিঙ্কু সিং (Rinku Singh) এবং শিবম দুবে (Shivam Dube) মতো তারকা ক্রিকেটাররা প্রথম একাদশে জায়গা না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
কবে থেকে হতে পারে সুপার কাপ? জানুন
অভিষেক-শুভমন ওপেনিং জুটি
গত বছর ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেও, কেরালার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকতে পারেন। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে গঠিত দলে ওপেনিংয়ে দেখা যাবে অভিষেক শর্মা ও সহ-অধিনায়ক শুভমন গিলকে। শুভমন এখনও পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক টি২০ ম্যাচেই ওপেনার হিসেবে খেলেছেন, তাই তার জায়গা একপ্রকার নিশ্চিত।
তিলক বর্মার জন্য তিন নম্বর
তিন নম্বর ব্যাটিং পজিশনের জন্য নির্বাচকদের ভরসা তিলক বর্মা। টি২০ ফরম্যাটে এই পজিশনে তিলকের অভিজ্ঞতা এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সঞ্জুর সেই জায়গা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া, সঞ্জুর কিছুটা ফিটনেস সমস্যা রয়েছে বলেও শোনা যাচ্ছে।
শক্তিশালী চিনকে বিধ্বস্ত করে এশিয়া কাপের ফাইনালে ভারত
তিন স্পিনারে ভরসা
দুবাইয়ের স্পিন সহায়ক কন্ডিশন মাথায় রেখে ভারত তিনজন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। সম্ভাব্য স্পিন ত্রয়ী হতে পারেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অল-রাউন্ডার অক্ষর প্যাটেল। কুলদীপ শেষবার ভারতের টি২০ দলে খেলেছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। সেক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রেখেছিলেন।
বুমরাহ ফিরছেন, বাইরে হর্ষিত
দীর্ঘ বিশ্রামের পর জসপ্রীত বুমরাহকে একাদশে ফেরানোর সম্ভাবনা প্রবল। টেস্ট সিরিজে অংশ নিলেও, নির্বাচকরা তাকে টি২০ ফরম্যাটে ‘এক্স-ফ্যাক্টর’ হিসেবে দেখছেন। তাই বুমরাহ, আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়াকে নিয়ে তিন পেসারের কম্বিনেশনে নামতে পারে ভারত। হর্ষিত রানা কিছু ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হতে পারে।
কেন কাফা কাপকে বাছলেন প্রস্তুতির মঞ্চ হিসেবে? বললেন ভারতীয় তারকা ডিফেন্ডার
শিবম দুবে ও রিঙ্কু সিংয়ের মতো ম্যাচ উইনাররাও প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকতে পারেন। অলরাউন্ডার হলেও দুবের পেস বোলিংয়ের প্রয়োজন পড়ছে না এই কম্বিনেশনে। অপরদিকে, রিঙ্কুকে রাখা হয়েছে অতিরিক্ত ব্যাটার হিসেবে। ফিনিশারের ভূমিকায় জিতেশ শর্মার প্রতি নির্বাচকদের আস্থা স্পষ্ট।
ভারতের সম্ভাব্য একাদশ : অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ
India Cricket Team player Sanju Samson Shivam Dube Rinku Singh like to out playing XI for Asia Cup 2025