
বিস্ময়কর ঘটনা। টস করে চূড়ান্ত হল বিজয়ী দলের নাম। ঢাকার মাঠে বাংলাদেশকে হারিয়ে মেয়েদের অনূর্ধ্ব ১৯ SAFF চ্যাম্পিয়নশিপ (U-19 SAFF Championship) জিতল ভারত। ভারতীয় দলকে বিজয়ী ঘোষণা করার পরেই রণক্ষেত্র হয়ে ওঠে ঢাকার মাঠ। পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নেয় পুলিশ।
মেয়েদের অনূর্ধ্ব ১৯ SAFF চ্যাম্পিয়নশিপ ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। বিরতির আগে শিবানীর গোলে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। নিতু লিন্ডার বাড়ানো পাস থেকে গোল করেন শিবানী। ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ের কিছু আগে স্কোরলাইন ১-১ করে বাংলাদেশ।
ম্যাচের ফলাফল নির্ধারণ করার জন্য শুরু হয় পেনাল্টি শ্যুট আউট। সেখানেও ড্র। দুই দলই এগারোটি করে শট প্রতিপক্ষের জালে জড়াতে সফল হয়। এরপর?
পেনাল্টি শ্যুট আউট আরও দীর্ঘায়িত না করে টসের মাধ্যমে বিজেতা নিশ্চিত করার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। টসে জিতে ম্যাচ ও চ্যাম্পিয়নশিপ জিতে নেয় ভারত।
India 🇮🇳 wins the SAFF CHAMPIONSHIP 🏆#BANIND ⚔️ #U19SAFFWomens 🏆 #YoungTigresses 🐯 #IndianFootball ⚽️ pic.twitter.com/Th7PUDFjER
— Indian Football (@IndianFootball) February 8, 2024
ঘরের মাঠে খেলা হওয়ায় ঢাকার মাঠে ছিল বাংলাদেশী ফুটবল সমর্থকদের উপচে পড়া ভিড়। টসের মাধ্যমে ভারতের জয় মেনে নিতে পারেননি মাঠে উপস্থিত জনতা। মুহূর্তে উত্তাপ ছড়ায় গ্যালারিতে। অভিযোগ, মাঠে উড়ে আসতে শুরু করে পাথর, জলের বোতল। প্রতিবাদ জানাতে থাকে বাংলাদেশী দল। জয় উদযাপন করে দ্রুত মাঠ থেকে উঠে যায় ভারতীয় দল। কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখে স্টেডিয়ামের ভিতর রাখা হয় টিম ইন্ডিয়াকে।
https://twitter.com/sayakdd28/status/1755599584691429404?t=FD9DXFroSjh_0SujBwacpQ&s=19










