India vs England: ভারতের কাছে ইনিংসে হারল ইংল্যান্ড। ধর্মশালার মাঠে এক ইনিংস ও ৬৪ রানে ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিল ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ২১৮ রানে থেমে গিয়েছিল ইংল্যান্ডের ইনিংস। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে মোকাবিলা করার মতো কোনও রসদ ছিল না ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে। কুলদীপ যাদব একাই তুলে নেন ৫ উইকেট। ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাছে রবিচন্দ্রন অশ্বিন নেন চার উইকেট ও প্রথম ইনিংসে এক উইকেট রবীন্দ্র জাদেজার নামে।
যে উইকেটে ইংরেজরা ব্যাট হাতে কার্যত নড়াচড়া করতে ইতস্তত বোধ করেছে সেই একই উইকেটে রানের পাহাড়ে উঠেছিল ভারত। প্রথম ইনিংসে ব্যাট করে টিম ইন্ডিয়া করে ৪৭৭ রান। এই রান ইংল্যান্ডকে হারানোর জন্য যথেষ্ট বলে প্রমাণিত হয়েছে।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের ব্যাটারদের দশাসই অবস্থা। জো রুটের ৮৪ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই। চেষ্টা করেছিলেন জনি বেয়ারস্টো (৩৯ রান)। রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট। দু’টি করে উইকেট যসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবের নামের পাশে রয়েছে দু’টি করে উইকেট। জাদেজা দ্বিতীয় ইনিংসেও একটি উইকেট নিয়েছেন। ১৯৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। এক ইনিংস ও ৬৪ রানে পঞ্চম টেস্ট জিতে নিল ভারত।
A victory by an innings and 64 runs 👏👏
What a way to end the Test series 🙌
Scorecard ▶️ https://t.co/OwZ4YNua1o#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/uytfQ6ISpQ
— BCCI (@BCCI) March 9, 2024