India Celebration: মরুশহরে ‘ইতিহাস’, কলকাতা থেকে মুম্বই-দিল্লিতে উচ্ছ্বসিত দেশবাসী

India Celebration on Steet win Champions Trophy 2025 Final

৯ই মার্চ, ২০২৫ ইতিহাস গড়ল ভারত (India)। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনালে (Champions Trophy 2025 Final) পরাজিত নিউজিল্যান্ড (New Zealand)। ভারতের ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয়ের পর দেশজুড়ে শুরু হয়েছে উৎসবের ঝড়। মুম্বই, দিল্লি, চেন্নাই, চণ্ডীগড়, রাঁচি, দেরাদুন, কলকাতা এমনকি ছোট বড় শহর থেকে গ্রাম পর্যন্ত সবাই একযোগে মেতে উঠেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের এই অভূতপূর্ব বিজয়।

বিশ্বক্রিকেটের এই বড় টুর্নামেন্টে ভারতের বিরাট জয় আসে ২৫৪ রান করার মাধ্যমে। যেখানে নিউজিল্যান্ডের ২৫১ রানের লক্ষ্যকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। একদিকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা দলের নেতৃত্বে ছিলেন। অন্যদিকে দলের অন্যান্য তারকারা যেমন শ্রেয়স, শুভমন, রবীন্দ্র জাদেজা ও বরুন চক্রবর্তী মিলে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতের এই জয়ে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ছিল দলের স্পিন বিভাগ। যেখানে ভরসার প্রতীক হিসেবে ছিলেন কুলদীপ যাদব এবং বরুন চক্রবর্তী। তাছাড়া মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজাও একটি করে উইকেট তুলে নিয়ে ভারতের জয়ে বিশেষ ভূমিকা পালন করেন।

   

জয়ের পর থেকেই দেশজুড়ে আনন্দের ঢেউ চলে আসে। মুম্বই, কলকাতা, দিল্লি, চণ্ডীগড়, রাঁচি, দেরাদুন, চেন্নাই সহ বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় মানুষকে উদযাপন করতে দেখা যায়। দেশবাসী নানা আয়োজনের মাধ্যমে নিজেদের খুশি প্রকাশ করছিলেন। দেশবাসী পতাকা হাতে ধরে আনন্দে মেতে ওঠেন। এমনকি আতশবাজি ও রংবেরঙের ফ্লেয়ার জ্বালিয়ে বিজয়ী ভারতের জন্য নিজেদের ভালোবাসা ও আনন্দ প্রকাশ করেন।

 

মুম্বাইতে “মুম্বইচা রাজা রোহিত শর্মা” স্লোগান শোনা যায়, যেখানে শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় ভিড় জমিয়ে বিজয় উৎসব পালিত হয়। দিল্লির ভারত গেট এলাকায় মানুষ গাড়ির ছাদে উঠে পতাকা নিয়ে নাচছে, আতশবাজি পুড়িয়ে আনন্দ করছে। চণ্ডীগড়ে, রাঁচি ও দেরাদুনে লোকজন একত্রিত হয়ে ভারতের জয়ের এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করেন। কলকাতার বিখ্যাত রাজাবাজার ও শিয়ালদহের এলাকায়ও এই আনন্দের ঝড় উথলে ওঠে।

 

ভারতের এই জয়টি ক্রিকেটপ্রেমীদের কাছে এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। সোশ্যাল মিডিয়ায় এক্স, ফেসবুক পোস্টে ভিডিও শেয়ার করে বিভিন্ন শহরের মানুষ তাদের আনন্দ ও উল্লাস প্রকাশ করছেন। একই সঙ্গে টেলিভিশন চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্মেও ভারতের খেলার সময় টানটান উত্তেজনা ছিল। বিশেষ করে জিও হটস্টারে এই খেলা দেখতে ৮০ কোটিরও বেশি দর্শক যোগ দেন, যা ভারতের ক্রিকেট উন্মাদনার আরও বড় প্রমাণ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক এই জয়ের পর, দেশের প্রত্যেকটি কোণায় ক্রিকেটের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে ওঠে ভারতবাসী। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনাল ছিল শুধু একটি খেলা নয়, এটি দেশের জন্য গর্বের এক বড় মুহূর্ত ছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleJay Shah on India Win: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতকে শুভেচ্ছা বার্তা আইসিসি চেয়ারম্যানের
Next articleমোদীর তৃতীয় দফায় ICC-খরা কাটছে ভারতের
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।