এশিয়া কাপে (Asia Cup) ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ মানেই চরম উত্তেজনা। সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে করমর্দন বিতর্ক। গ্রুপ পর্বে ম্যাচের শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করেই মাঠ ছেড়েছিল ভারতীয় দল (India Cricket News)। বিতর্কের আঁচ এখনো মুছে না গেলেও, তার মাঝেই রবিবার সুপার ফোরে (Asia Cup Super Four) আবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (Bengali Sports News)।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) প্রশ্ন করা হয়েছিল, তাঁরা কি প্রস্তুত? কিন্তু সূর্য তাঁর জবাবে কৌশলে পাকিস্তানের নামটুকুও উচ্চারণ করেননি। সঞ্জয় মঞ্জরেকরের প্রশ্ন ছিল, “তোমরা রবিবারের ম্যাচের জন্য তৈরি তো?” উত্তরে সূর্য বলেন, “সুপার ফোরের জন্য তৈরি।” চার অক্ষরের এই উত্তরের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে বার্তা, পাকিস্তানকে তাঁরা আর আলাদা করে গুরুত্ব দিতে রাজি নন।
তবে মাঠের বাইরের সূর্য আবার সম্পূর্ণ ভিন্ন এক ছবি আঁকলেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতীয় দল ওমানের বিরুদ্ধে জয়ের পর দেখা গেল, ওমানের ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাচ্ছেন সূর্য। ম্যাচ শেষে ওমানের খেলোয়াড়েরা ঘিরে ধরেন ভারত অধিনায়ককে। একজন-একজন করে প্রশ্ন করছেন, সূর্য জবাব দিচ্ছেন ধৈর্য ধরে। পরামর্শ দিচ্ছেন টি-টোয়েন্টি কৌশল নিয়ে। এমনকী একসঙ্গে ছবি তুলতেও রাজি হন তিনি।
ওমানের অধিনায়ক জতিন্দর সিং, যিনি পঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বলেন, “আমি কৃতজ্ঞ সূর্য আমাদের সঙ্গে সময় কাটিয়েছে। আমাদের ছেলেদের অনেক কিছু শিখিয়েছে। এটা আমাদের ক্রিকেটের জন্য বড় প্রাপ্তি।”
এখানেই শেষ নয়। পাকিস্তান বংশোদ্ভূত ওমান ক্রিকেটার আমির কালিম, যিনি এই ম্যাচে ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে লড়াকু হাফসেঞ্চুরি করেন, তাঁকেও আলিঙ্গন করে শুভেচ্ছা জানান সূর্য। করাচির ঘরোয়া ক্রিকেট খেলা ৪৩ বছর বয়সি আমিরের প্রতি সৌহার্দ্য দেখিয়ে সূর্য বুঝিয়ে দেন, তিনি ব্যক্তি বা মানবিক সম্পর্ককে রাজনৈতিক সীমারেখায় বাঁধতে রাজি নন। তবে একইসঙ্গে পাকিস্তানি ক্রিকেট দলের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি যে কড়া, সেটাও স্পষ্ট হয়ে যায়।
এই ম্যাচে ভারত কিছু পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটলেও সহজ জয় আসেনি। দুর্বল প্রতিপক্ষ ওমান যথেষ্ট প্রতিরোধ গড়ে তোলে। ম্যাচ জিততে ভারতকে ঘাম ঝরাতে হয়। এরপরও সূর্য প্রশংসা করেন ওমান দলের। বলেন, “ওমান অসাধারণ ক্রিকেট খেলেছে। আমি জানতাম, সুলু স্যরের অধীনে ওরা কখনো হাল ছাড়বে না। ওদের ব্যাটিং দেখতে ভালো লেগেছে।”
এই ম্যাচে ফিরেছেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা। প্রথম দিকে উইকেট না পেলেও শেষদিকে তাঁরা ভাল বল করেন। হার্দিক পাণ্ড্যও বল হাতে ভালো পারফরম্যান্স দিয়েছেন। এ প্রসঙ্গে সূর্য বলেন, “এতদিন বাদে মাঠে নেমে ফর্মে ফেরা সহজ নয়। এই গরমে বল করা কঠিন। অর্শদীপ, হর্ষিত এবং হার্দিক সবাই ভালো বল করেছে।”
একইসঙ্গে ভারতীয় দলে নিজের না নামা নিয়েও মজা করেন সূর্য। সঞ্চালক মঞ্জরেকর বলেন, “তুমি ১১ নম্বর ব্যাটার নও, চেষ্টা করো উপরে নামতে।” উত্তরে হেসে সূর্য বলেন, “নিশ্চয়ই, পরের ম্যাচে চেষ্টা করব।”
এদিকে, ওমান ক্রিকেট বোর্ড ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, যেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তাঁদের জন্য খুলে দেওয়া হয় প্রস্তুতির জন্য। ভারতের রঞ্জি দলগুলির সঙ্গে খেলার সুযোগ চেয়েছেন জতিন্দর। এখন দেখার, ভারতীয় বোর্ড সেই আর্জিতে কী সাড়া দেয়।
Oman Captain Jatinder Singh said – “I am so thankful that Suryakumar Yadav came and had a chat with the boys. He was just talking about the game, the faces, and how you have to play the T20s. Thd boys were just asking questions, having their Q & A with him, so that they have… pic.twitter.com/58B7K9Zl84
— Tanuj (@ImTanujSingh) September 20, 2025
India Captain Suryakumar Yadav ignores Pakistan ahead of Asia Cip Super Four clash