সার্থক হল পরিশ্রম। আন্তর্জাতিক প্রীতি ফুটবল (Football) ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিয়েছে ভারত। স্কোরলাইন ১-১। ৩ মার্চ, রবিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
মে মাসের শুরুতেই জানা গিয়েছিল ইংল্যান্ডের মাটিতে খেলতে যাচ্ছে ভারত। দুই দেশের দৃষ্টিহীন ফুটবল দলের উন্নতির স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড় খুঁজে এনে অনুশীলন করেছিল ভারত।
#BlueDolphins roar back with a stand out performance in Match 2 drawing England 1-1. All to play for in the Final Match 3 on Sun.#LetsBlindFootball @IBSAB1Football @SandeshJhingan @CGI_Bghm @KerynSeal4 @BluePilgrims @kbfc_manjappada @BluePilgrims @MarcusMergulhao @IndiaSports pic.twitter.com/CisQmCDgz1
— Blind Football India (@Blindfootie) May 8, 2022
মে মাসের ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। বার্টনের সেন্ট জর্জ পার্কে খেলা। ব্লাইন্ড ফুটবলের উন্নতির স্বার্থে হতে চলেছে এই সিরিজ। ভারত খেলবে ইংল্যান্ডের যুব দৃষ্টিহীন দলের বিপক্ষে। ভারতের সামনে লক্ষ্য অক্টোবরের এশিয়ান প্যারা গেমস এবং নভেম্বরের এশিয়ান চ্যাম্পিয়নশিপ।
রবিবার ছিল ভারতের প্রথম ম্যাচ। পরের ম্যাচ সোমবার। সিরিজের অন্তিম ম্যাচে ৯ মে।
প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ১-১ ফলে ফুটবল প্রেমীরা খুশি। মন্তব্য করেছেন ভারতের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন। তিনি বলেছেন, ‘ব্র্যাভো, আগামী ম্যাচের জন্য শুভেচ্ছা।’