দেবীপক্ষের সূচনায় অভিষেক-গিলের ব্যাটে ধরাশায়ী পাকিস্তান

এশিয়া কাপ ২০২৫ সুপার (Asia Cup Super Four) ফোরের বহুল প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে (Pakistan) ৬ উইকেটে হারাল ভারত (India)। ২০ ওভারে পাকিস্তান ৫ উইকেট…

India beat Pakistan by 6 wicket in Asia Cup Super Four Match

এশিয়া কাপ ২০২৫ সুপার (Asia Cup Super Four) ফোরের বহুল প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে (Pakistan) ৬ উইকেটে হারাল ভারত (India)। ২০ ওভারে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে তোলে ১৭১ রান (India vs Pakistan)। জবাবে ১৮.৫ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে সূর্যকুমার যাদবরা (India Cricket News)। জয়ের নায়ক ওপেনার অভিষেক শর্মা (৭৪) এবং শুভমন গিল (৪৭)। তবে এই জয়ের মাঝেও ভারতীয় ফিল্ডিংয়ের দুর্বলতা নতুন করে প্রশ্ন তুলেছে (Bengali Sports News)।

পাওয়ারপ্লে-তে পাকিস্তানের দাপট, ফিল্ডিংয়ে হতাশ ভারত

ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে ভারত। প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানের একটি সহজ ক্যাচ ফেলেন অভিষেক শর্মা। সেখান থেকেই পাকিস্তান ছন্দ পেয়ে যায়। ফখর জামান (১৫ বলে ২১) এবং ফারহান (৪৫ বলে ৫৮) পাওয়ারপ্লে-তে ভারতের পেসারদের উপর দাপট দেখান। বুমরাহ, হার্দিক এবং কুলদীপ কেউই প্রথমদিকে ছন্দে ছিলেন না। ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিস পাকিস্তানকে ১০ ওভারে ৯৮ রানে পৌঁছে দেয়।

   

ভারতের হয়ে মোট পাঁচটি ক্যাচ পড়েছে, যার মধ্যে কুলদীপ, গিল এবং অভিষেকের দুটি উল্লেখযোগ্য। ফিল্ডিং কোচ টি দিলীপের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বারবার ভুল।

স্পিনে ফিরে ম্যাচে নিয়ন্ত্রণ

পাওয়ারপ্লে শেষ হতেই ম্যাচে ফেরে ভারত। কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর স্পিন আক্রমণে ধাক্কা খায় পাকিস্তান। কুলদীপ একটি রিভিউ নষ্ট করলেও মাঝের ওভারগুলোয় গতি কমিয়ে দেন। হার্দিক পান্ডিয়া বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তবে পাকিস্তানের মিডল অর্ডার ছোট ছোট ক্যামিওতে রান এগিয়ে যায় সালমান আঘা (১৭), নওয়াজ (২১), ফাহিম আশরাফ (২০)। শেষপর্যন্ত ১৭১ রানে থামে ইনিংস।

ভারতের দুরন্ত শুরু, অভিষেক-গিল জুটিতে ম্যাচ একতরফা

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই শাহিন আফ্রিদিকে ছক্কা মেরে পাকিস্তানকে চাপে ফেলেন অভিষেক শর্মা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন তিনি ও গিল। দুই ওপেনারের জুটিতে মাত্র ১০.৪ ওভারে আসে ১০৫ রান। অভিষেক ৩৯ বলে ৭৪ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ছয়টি চার ও পাঁচটি ছয়ে সাজানো ইনিংসে পাক বোলারদের শাসন করেন।

শুভমন গিল ৪৭ রানে আউট হলেও তাঁর ইনিংসে ছিল ভরসা ও নিয়ন্ত্রণ। দুজনের ব্যাটে ভারত এতটাই এগিয়ে যায় যে পরের উইকেট পড়লেও ম্যাচে কোনও উত্তেজনা থাকেনি।

শেষ কাজ সারলেন হার্দিক-তিলক

পরপর উইকেট পড়ে গেলে সঞ্জু স্যামসন (১৩) ও সূর্যকুমার যাদব (৪) দ্রুত ফিরে যান। কিন্তু হার্দিক পান্ডিয়া (১৮*) ও তিলক বর্মা (১৪*) প্রয়োজনীয় রান তুলে ম্যাচ শেষ করেন ৭ বল বাকি থাকতেই। পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হ্যারিস রউফ (২ উইকেট), তবে বাকি বোলাররা ছিলেন নিষ্প্রভ।

Advertisements

ফিল্ডিং ও মিডল অর্ডার নিয়ে চিন্তা থাকছেই

জয়ের আনন্দ সত্ত্বেও ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ ফেলছে ক্যাচ মিসের সংখ্যা এবং মিডল অর্ডারের ফর্ম। অভিষেক এবং গিলের দুর্দান্ত ইনিংস ম্যাচ সহজ করে দেয়, কিন্তু সূর্যকুমার ও স্যামসনের ধারাবাহিক ব্যর্থতা এবং ফিল্ডিংয়ের ব্যর্থতা বড় ম্যাচে সমস্যা ডেকে আনতে পারে।

India beat Pakistan by 6 wicket in Asia Cup Super Four Match

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News