India and Australia: টেস্ট বিশ্বকাপ হেরেও মুক্তি নেই রোহিত শর্মা ও তাঁর দলের। দলগত বিচার বুদ্ধি নিয়ে কাটাছেঁড়ায় ক্রমাগত বিদ্ধ হতে থাকা দলটাকে এবার স্লো ওভার রেটের জন্য ফাইন দিতে হবে মাথাপিছু ম্যাচ বেতনের পুরোটাই। নির্ধারিত ওভারের থেকে পাঁচটি ওভার কম খেলায় ভারতকে এমন শাস্তি পেতে হবে বলে সোমবার জানিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়া চার ওভার কম খেলায় ফাইন দেবে ম্যচ বেতনের ৮০%।
এছাড়াও শুভমন গিলকে ম্যাচ বেতনের ১৫% ফাইন দিতে হবে জানিয়েছে কাউন্সিল। আইসিসি দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের শুভমান গিলকে টেস্টের চতুর্থ দিনে তাঁকে আউট করার সিদ্ধান্তের সমালোচনা করার জন্য একটি নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে, তিনি আর্টিকেল ২.৭ লঙ্ঘন করেন যা একটি আন্তর্জাতিক ম্যাচে ঘটে যাওয়া এক ঘটনার সাথে সম্পর্কিত জনসাধারণের সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্যের সাথে সম্পর্কিত। তরুণ ওপেনারকে তার ম্যাচ ফির আরও ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।”
বস্তুত, ভারতের দ্বিতীয় ইনিংসে ৪৪৪ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারান শুভমন গিল। স্কট বোল্যান্ডের বল গিলের ব্যাটে লেগে ধরা দেয় স্লিপে ক্যামেরন গ্রীনের হাতে। যতগুলি ক্যামেরা অ্যঙ্গেল দেখানো সম্ভব হয়েছিল, সবেতেই দেখা যায় যে বল ঘাস ছুঁয়ে রয়েছে। তা সত্ত্বেও গিলকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। এই নিয়ে নানা মহলে নানা বিতর্ক ওঠে। ম্যাচ শেষে সমাজ মাধ্যমে সেই ক্যচটির ছবি উদ্ধৃত করে সমালোচনা করেন গিল নিজেও।
এমনকি ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ঘটনার উল্লেখ করে অধিনায়ক রোহিত শর্মাও প্রশ্ন তোলেন, আইপিএলে ১০টি ক্যামেরা দেওয়া সম্ভব হবে টেস্ট বিশ্বকাপের মতো বড়ো টুর্নামেন্টে কিভাবে মাত্র দুটি ক্যামেরা দেওয়া হয়। দ্বিতীয় ইনিংসে ৪৪৪ রান তাড়া করতে নেমে ২৩৪ রানে সব উইকেট পড়ে যায় ভারতের। অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে যায় ভারত।