বেঙ্গালুরুর পর ব্যর্থতা পুনেতেও; স্যান্টনারের ‘ঘূর্ণিজালে’ ১৫৬ রানেই অলআউট ভারত

বেঙ্গালুরুতে ইনিংস শুরুতেই বল হাতে চমক দেখিয়েছিল নিউজিল্যাণ্ড। মাত্র ৪৬ রানে চিন্নাস্বামীতে ভারতকে গুটিয়ে দিয়েছিলেন কিউয়ি বোলাররা। এবার বেঙ্গালুরুর পর পুনেতেও ধরা পড়ল একই প্রতিচ্ছবি।…

বেঙ্গালুরুতে ইনিংস শুরুতেই বল হাতে চমক দেখিয়েছিল নিউজিল্যাণ্ড। মাত্র ৪৬ রানে চিন্নাস্বামীতে ভারতকে গুটিয়ে দিয়েছিলেন কিউয়ি বোলাররা। এবার বেঙ্গালুরুর পর পুনেতেও ধরা পড়ল একই প্রতিচ্ছবি। নিউজিল্যান্ড ব্যাটারদের করা ২৫৯ রানের জবাবে মাত্র ১৫৬ রানে থেমে গেলো রোহিত শর্মাদের ইনিংস (IND vs NZ Pune Test Inning Report)। চিন্নাস্বামীতে ৫ উইকেট নিয়ে ভারতকে বিপাকে ফেলেছিলেন কিউয়ি পেসার ম্যাট হেনরি। পুনেতে তাঁর অনুপস্থিতিতে সুযোগ পেয়েই চমক দেখালেন মিচেল স্যান্টনার। আজ সকালে লাঞ্চ ব্রেকের পরই ৩৩বছর বয়সী এই স্পিনারের ৭ উইকেটের দাপটেই একপ্রকার অসহায় ভাবে আত্মসমর্পন করেছেন ভারতীয় ব্যাটাররা।

এদিন সকালে জয়সওয়ালকে নিয়ে শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন শুভমান গিল। একসময় এই দুই জুটির দাপটেই বেশ কিছু বাউন্ডারি যোগ হয়ে ভারতের স্কোরবোর্ডে। তবে ম্যাচের ২১.৩ ওভারের মাথায় গিলকে আউট করেন কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনার। এরপর থেকেই শুরু হতে থাকে সান্টনারের স্পিনের জাদু। তাঁর দাপটেই দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম ইনিংস মাত্র ১৫৬ রানে থেমে গিয়েছে। এদিন স্যান্টনার একাই ভারতের ৭টি উইকেট নিয়েছেন। গ্লেন ফিলিপসের ঝুলিতে গেছে ২টি এবং টিম সাউদি পেয়েছেন একটি উইকেট।

   

প্রথম দিনের শেষে রোহিতকে হারালেও আজ শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল রান তুলছিলেন সহজেই, কিন্তু শুভমান গিলের আউট হওয়ার পর উইকেট পতনের ঝড় শুরু হয়। গিল ৩০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। যশস্বীও ৩০ রান করে গ্লেন ফিলিপসের বলে আউট হন। এরপর তড়িঘড়ি আউট হয়ে যান দলের প্রধান ব্যাটসম্যান বিরাট কোহলি, যিনি মাত্র ১ রান করেই মিচেল স্যান্টনারের (Mitchell Santner) বলে বোল্ড হন।

অন্যদিকে, ঋষভ পান্ত ১৮ রান করে গ্লেন ফিলিপসের শিকার হন, এবং সারফরাজ খান মাত্র ১১ রান করে মিচেল স্যান্টনারের বলে আউট হন। যদিও রবীন্দ্র জাদেজা কিছুটা প্রতিরোধ গড়ে ৩৮ রান করেন, তবুও তিনি আবারও স্যান্টনারের বলে আউট হয়ে যান। এছাড়া, রবিচন্দ্রন অশ্বিন করেন ৪ রান, এবং ওয়াশিংটন সুন্দর ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন।

চুক্তির মেয়াদ বাড়তেই দলকে নতুন লক্ষ্য দেখালেন ওয়েন কোয়েল

প্রথম দিনের খেলায় নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিউই দল প্রথম ইনিংসে ২৫৯ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন, এবং রাচিন রবীন্দ্র ৬৫ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বল হাতে ভারতের সেরা বোলার ছিলেন ওয়াশিংটন সুন্দর, যিনি নিউজিল্যান্ডের ৭টি উইকেট তুলে নেন। এছাড়া রবিচন্দ্রন অশ্বিনও দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট পান।

পুনেতে খেলা দেখতে এসে জলসংকটে হাসপাতালে ভর্তি ২০ জন সমর্থক

প্রসঙ্গত উল্লেখ্য যে দ্বিতীয় দিনের লাঞ্চ শেষে এই মুহুর্তে ১৮৮ রানের লিড নিয়ে ফের চালকের আসনের দিকে এগোচ্ছে নিউজিল্যান্ড| দ্বিতীয় ইনিংস (IND vs NZ Pune Test Inning Report) খেলতে নেমে দুই উইকেট খুইয়ে ৮৫ রানে ব্যাট করছেন তাঁরা| কিউয়িদের হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক টম ল্যাথম (৩৭*) এবং রচিন রবীন্দ্র(৭*)| ভারতের হয়ে উইকেট নিয়েছেন সেই তামিল স্পিনার অশ্বিন-সুন্দর জুটি| তবে শেষমেষ কতখানি দলের উপকারে আসতে পারেন তাঁরা সেটাই এখন দেখার বিষয়|