Rishabh Pant: স্বাধীনতা দিবসের দিন ঋষভ পন্থকে নিয়ে পাওয়া গেল বড় আপডেট

দলে ফেরার জন্য এনসিএ-তে কঠোর পরিশ্রম করছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। এদিকে স্বাধীনতা দিবসে বড় আপডেট পাওয়া গেল তাক নিয়ে।

দলে ফেরার জন্য এনসিএ-তে কঠোর পরিশ্রম করছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। এদিকে স্বাধীনতা দিবসে বড় আপডেট পাওয়া গেল তাক নিয়ে। শোনা যাচ্ছে, হয়তো খুব তাড়াতাড়ি ক্রিকেট মাঠে ফিরতে পারেন পন্থ। কারণ তিনি দ্রুত ফিট হয়ে উঠছেন এবং যতটা অনুশীলন করছেন তাতে ঋষভকে বেশ সাবলীল দেখাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে।

বিশ্বকাপের পর ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। আশা করা হচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে টিম ইন্ডিয়ায় যোগ দিতে পারেন ঋষভ পন্থ। অর্থাৎ ইংল্যান্ড সফর পর্যন্ত যদি তিনি ফিট থাকেন, তাহলে দলে ফিরতে পারেন ঋষভ পন্থ।

   

সম্প্রতি কিছু মিডিয়া রিপোর্টে পন্থকে নিয়ে প্রকাশিত হয়েছে এই ইতিবাচক খবর। ঋষভ পন্থ বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে নিজের ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন। তিনি নেটে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে আসা বলের মুখোমুখি হচ্ছেন। তবে এই মুহূর্তে উইকেটকিপিং এর ক্ষেত্রে এখনো সমস্যায় পড়তে হচ্ছে তাকে। তবে উইকেটরক্ষকের অনুশীলনও শুরু করেছেন তিনি।

Advertisements

২০২৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু হওয়ার আগেই পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন ঋষভ পন্থ। বিশেষ বিষয় হল তিনি দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আবার অধিনায়কত্ব করতে পারেন। গত ডিসেম্বরে দুর্ঘটনার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তরুণ এই ক্রিকেটার। তারপর থেকেই রয়েছেন মাঠের বাইরে। সুস্থ হয়ে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News