Calcutta League : আর্মি রেডের কাছে আটকে গেল মোহনবাগান

ডার্বি হারার পর ফের ধাক্কা মোহনবাগানের (Mohun Bagan)। এবার কলকাতা লিগের (Calcutta League) ম্যাচে আটকে গেল কলকাতার এই প্রধান।

Army Red and Mohun Bagan

ডার্বি হারার পর ফের ধাক্কা মোহনবাগানের (Mohun Bagan)। এবার কলকাতা লিগের (Calcutta League) ম্যাচে আটকে গেল কলকাতার এই প্রধান। নিরধারিত সূচি অনুসারে আজ কল্যাণী স্টেডিয়ামের মাঠে আর্মি রেডের মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। নির্ধারিত সময়ের শেষে ২-২ গোলে সেই ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হল এবার। সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে গোল করেন যথাক্রমে ভিয়ান ও কিয়ান নাসিরি।

উল্লেখ্য, এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে সবুজ-মেরুন। মাঝে কয়েকটা ম্যাচে আটকে গেলেও লিগের একাধিক ম্যাচেই যথেষ্ট দাপট দেখিয়েছে বাস্তব রায়ের ছেলেরা। সেই পারফরম্যান্স ম্যাচের শুরুর দিকেও বজায় ছিল আজ। ভিয়ানদের একের পর এক আক্রমণের দরুন প্রথমার্ধে একেবারে নাস্তানাবুদ হওয়ার মতো পরিস্থিতি ছিল আর্মি দলের ফুটবলারদের। ম্যাচের ঠিক ২১ মিনিটের মাথায় ভিয়ানের গোলে এগিয়ে যাওয়ার পর থেকেই আক্রমণ আরও বাড়াতে থাকে মোহনবাগান। তবে প্রথমার্ধের শেষে সেই ১ গোলের ব্যবধানেই এগিয়ে থাকে কলকাতার এই প্রধান দল।

   

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে থাকে আর্মি রেড। ম্যাচের ঠিক ৪৭ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান সুখপ্রীত সিং। তারপর থেকে বাগান ডিফেন্সে আক্রমণের ঝড় তোলা শুরু করে প্রতিপক্ষের ফুটবলাররা। তবে ৫৯ মিনিটের মাথায় রবি রানার অনবদ্য পাস থেকে গোল করে ফের দলকে এগিয়ে দেন সবুজ-মেরুনের কিয়ান নাসিরি।

যারফলে, ম্যাচের ফলাফল হয়ে দাঁড়ায় ২-১ গোল। তবে সহজে হার মানতে নারাজ থাকে আর্মি দল। তাই পিছিয়ে থেকেও ঘনঘন আক্রমণে উঠতে শুরু করে তাদের ফুটবলাররা। সেইমতো ম্যাচের অতিরিক্ত সময় অর্থাৎ ৯৩ মিনিটের মাথায় গোল করে আর্মিকে সমতায় ফেরান মন্টি। পেনাল্টি থেকে আসা সেই গোলেই আটকে যায় মোহনবাগান।