IND Vs SL: কুলদীপের ঘূর্ণিতে নাজেহাল শ্রীলঙ্কা, ইডেনেই সিরিজ জিতল ভারত

IND Vs SL: ইডেনেই সিরিজ জিতে নিলেন রোহিতরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ক্রিকেটের নন্দনকাননে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ভারতের সামনে ২১৬ রানের টার্গেট দেন শানাকারা।

IND Vs SL: ইডেনেই সিরিজ জিতে নিলেন রোহিতরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ক্রিকেটের নন্দনকাননে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ভারতের সামনে ২১৬ রানের টার্গেট দেন শানাকারা।

IND Vs SL: ইডেনেই সিরিজ জিতে নিলেন রোহিতরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ক্রিকেটের নন্দনকাননে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ভারতের সামনে ২১৬ রানের টার্গেট দেন শানাকারা। প্রথমে ব্যাট করে ৩৯.৪ ওভারে ২১৫ রানে অলআউট শ্রীলঙ্কা। সর্বোচ্চ রান অভিষেক হওয়া নুয়ানিদু ফার্নান্দোর।

অর্ধশতরান করেন তরুণ ওপেনার। সুযোগের সদ্ব্যবহার করে কুলদীপ যাদব লঙ্কার মিডল অর্ডারের তিন উইকেট নিয়ে মেরুদণ্ড ভাঙেন। ইডেনে শেষ ছটি একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করা দল জেতার পরিসংখ্যান দেখে সিদ্ধান্ত নিতে ভুল শ্রীলঙ্কার অধিনায়ক। ইডেনের পিচ ব্যাটিং সহায়ক। লঙ্কার ব্যাটারদের পরিকল্পনায় জল ঢেলে তিন উইকেট তুলে নেন যুজবেন্দ্র চাহালের পরিবর্তে নামা চায়নাম্যান।

   

শ্রীলঙ্কার আবিষ্কা ফার্নান্দো ২০ রান করে ফিরে যান। ৩৪ রানে ফিরে যান মেন্ডিস। বোল্ড ধনঞ্জয় ডি সিলভা ০ রানে। অভিষেক ম্যাচেই অর্ধশতরান ৬২ বলে ৫০ রান করেন নুয়ানিদু ফার্নান্দো। আসালঙ্কার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন ফার্নান্দো। রান পাননি ফর্মে থাকা দাসুন শানাকা। গুয়াহাটিতে প্রথম ম্যাচে দুর্দান্ত শতরান করলেও শ্রীলঙ্কার অধিনায়ক ইডেনে ২ রানে আউট। ওয়ানিন্দু হাসারাঙ্গা ২১, দুনিথ ওয়েল্লালাগে ৩২ রান করেন। ৪০তম ওভারে জোড়া উইকেট নিয়ে শ্রীলঙ্কার টেলএন্ডারদের প্যাভিলিয়নে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। ৩৯.৪ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। কুলদীপ এবং সিরাজ দুজনেই ৩টি করে উইকেট নেন। জোড়া উইকেট নেন উমরান মালিক।

Advertisements

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও রোহিত শর্মা আউট হন ২১ বলে ১৭ রান করে। শুভমন গিল ১২ বলে ২১ রান করে আউট হন। এরপর বিরাটের পালা। ৯ রানে আউট হন প্রাক্তন ভারত অধিনায়ক। শ্রেয়স আইয়ার করেন ৩৩ বলে ২৮ রান। হাল ধরতে হল হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুলকেই। হার্দির পাণ্ডিয়া সেট হয়েও ৫৩ বলে ৩৬ রান করে চামিকা কুমাররত্নের বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। অক্ষর প্যটেল ২১ বলে ২১ রান করে আউট হন। রাহুলের ৯৩ বলে দায়িত্বশীল অর্ধশতরান অনেকটাই শক্ত মাটির উপর দাঁড় করিয়ে দেয় ভারতকে। দলের কাঙ্খিত জয় এনে দিলেন উইকেটরক্ষক রাহুল। ১০৩ বলে করলেন ৬৪ রান করে ম্যাচের সেরা রাহুলই