ভারতের বিরুদ্ধে (IND vs SL) টি-টোয়েন্টি সিরিজের আগে দল ঘোষণায় চমক দিল শ্রীলঙ্কা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেলেন শ্রীলঙ্কার অফস্পিনার আশিয়ান ড্যানিয়েল। তবে দলে আরও একবার ব্রাত্য মিডল অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাক্ষে। ফিটনেসের কারণ দেখিয়ে তাঁকে দলের বাইরেই রেখেছেন নির্বাচকরা।
অস্ট্রেলিয়ার কাছে ১-৪ ব্যবধানে হারা সিরিজে ইনজুরিতে পড়া তিন ক্রিকেটার আভিষ্কা ফার্নান্দো (হাঁটুর চোট), রমেশ মেন্ডিস (আঙুলের চোট) ও নুয়ান থুসারা (পিঠের চোট) ভারতের বিপক্ষেও খেলতে পারছেন না। এছাড়া চোট কাটিয়ে দলে ফেরা হয়নি কুশল পেরেরারও। অফফর্মের কারণে কোনও ক্রিকেটারকে বাদ দেয়নি লঙ্কান বোর্ড। অজিদের বিরুদ্ধে শেষ ম্যাচে অভিষেক হওয়া দুই ক্রিকেটার কামিল মিশ্রা ও জানিথ লিয়ানাগেও স্কোয়াডে রেখেছে শ্রীলঙ্কা।
এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বিনুরা ফার্নান্দো সাতদিনের আইসোলেশন পর্ব শেষ করে দলে এসেছেন। বৃহস্পতিবার থেকে লখনউয়ে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দীনেশ চান্দিমাল, দানুস্কা গুনাথিলাকা, কামিল মিশ্রা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসাই, প্রবীণ জয়াবিক্রম ও আশিয়ান ড্যানিয়েল।