রোহিতদের সামনে সম্মানের লড়াই, টিম ইন্ডিয়ার জয়ের পথে বৃষ্টিই ‘ভিলেন’?

ভারত এবং শ্রীলঙ্কার (IND vs SL 3rd ODI Weather Update) মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচটা টিম…

IND vs SL 3rd ODI Weather Update

ভারত এবং শ্রীলঙ্কার (IND vs SL 3rd ODI Weather Update) মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচটা টিম ইন্ডিয়ার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই সিরিজে শ্রীলঙ্কা ক্রিকেট দল ইতিমধ্যেই লিড নিয়ে ফেলেছে। ফলে সিরিজের শেষ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের উপরে যে একটা আলাদা চাপ থাকবে, সেটা নিশ্চিন্তে বলা যেতে পারে। যদিও ভারতীয় ক্রিকেট দলের মধ্যে কামব্যাক করার যথেষ্ট ক্ষমতা রয়েছে। তারকা ক্রিকেটারে ঠাসা গোটা দল। যদিও সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৩২ রানে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছিল।

এই ম্যাচটা ভারতীয় ক্রিকেট দল যে কোনও মূল্যে জিততে চাইবে। কারণ তৃতীয় একদিনের ম্যাচে হারলে সিরিজও ভারতের হাতছাড়া হয়ে যাবে। শ্রীলঙ্কার স্লো উইকেটে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি কোন অঙ্কে দলের রণনীতি সাজান, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।

   

শ্রীলঙ্কা ক্রিকেট দলে নিয়মিত এবং পার্ট টাইম দুই ধরনের বোলারই রয়েছে। তাঁরা দুর্দান্ত পারফরম্যান্সও করছে। ভারতীয় ক্রিকেট দলের পারফরম্য়ান্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে এই সিরিজে টিম ইন্ডিয়া যাবতীয় হিসেব গড়মিল হয়ে গিয়েছে।

IND vs SL 3rd ODI : রোহিত-গম্ভীরের সামনে ‘ইজ্জত কা সওয়াল’, হারলেই ভাঙবে ২৭ বছরের অক্ষত রেকর্ড

ভারত VS শ্রীলঙ্কা পিচ রিপোর্ট
গত দুই ম্যাচে শ্রীলঙ্কায় যে উইকেটে খেলা হয়েছে, বুধবারের ম্যাচে তা খুব একটা বদল হবে না বলেই আশা করা যেতে পারে। ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় একদিনের ম্যাচে উইকেট স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। টিম ইন্ডিয়া যদি টস জেতে, তাহলে প্রথমে ব্যাট করতে পারে।

ভারত VS শ্রীলঙ্কা ওয়েদার আপডেট
আগামী বুধবার কলম্বোর ওয়েদার ঠিক কেমন থাকবে, সেইদিকে আপাতত সকলের নজর রয়েছে। জানা গিয়েছে, এই ম্যাচ চলাকালীন ৪২ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে বজ্র-বিদ্যুতের আশঙ্কাও। সকালের দিকে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। তবে রাতেরদিকে সেটা কমে ২৮ ডিগ্রি কিংবা তারও নীচে নেমে আসতে পারে।

একনজরে ভারতীয় ক্রিকেট স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা।

একনজরে শ্রীলঙ্কান ক্রিকেট স্কোয়াড:
চরিথ আশালঙ্কা, পাথুম নিশঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানগে, নিশান মধুষ্কা, দুনিথ ওয়েললাগে, চামিকা করুণারত্নে, আকিলা ধনঞ্জয়, মহম্মদ সিরাজ, মাহেশ থিক্ষণা, অসিথা ফার্নান্ডো, ইশান মালিঙ্গা, জেফ্রি ভান্ডারসে।