চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যাচ্ছে ভারত? জানুন চাঞ্চল্যকর তথ্য

আর মাত্র কয়েক মাস অপেক্ষা। তারপরই ফেব্রুয়ারি মাস থেকে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আইসিসির এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের নবম সংস্করনের আয়োজনের দায়িত্বভার পড়েছে পাকিস্তান ক্রিকেট…

IND vs PAK: Will Team India Travel to Pakistan for Champions Trophy? False Reports Clarified"

আর মাত্র কয়েক মাস অপেক্ষা। তারপরই ফেব্রুয়ারি মাস থেকে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আইসিসির এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের নবম সংস্করনের আয়োজনের দায়িত্বভার পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে। ভারতের ‘চিরশত্রু’ হিসেবে পাকিস্তানে এই টুর্নামেন্ট (IND vs PAK Champions Trophy 2025) আয়োজিত হওয়ায় শুরু থেকেই পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে একপ্রকার নেতিবাচক মন্তব্যই প্রকাশ্যে এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

পূর্বে পাকিস্তানে খেলতে গিয়ে জঙ্গি আক্রমণের মুখে পড়েছিলেন ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সে কারণেই একপ্রকার পাকিস্তান গমনে ‘না’ করে দিয়েছিলেন রজার বিনি- জয় শাহরা। তবে গতকাল এসসিও বৈঠকে কিছুটা হলেও আশার আলো দেখছে পাকিস্তান। দুই দেশের বৈঠকে পরিস্থিতি ‘আয়ত্ত্বে’ এসেছি বলেই শোনা যাচ্ছে।

   

ইসলামাবাদে দুই দিনের শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) বৈঠক ঘিরে বেশ চর্চা চলছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠকে অংশ নেন এবং পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক ডার-এর সাথে সাক্ষাৎ করেন। বেশ কয়েকটি পাকিস্তানি মিডিয়াতে দাবি করা হয়েছিল যে বৈঠকে ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে, বিশেষত চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আয়োজন প্রসঙ্গে। তবে এই বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি।

IND vs PAK: আজ ইংল্যান্ডের রণক্ষেত্রে ভারত-পাকিস্তান মহাযুদ্ধ

নিউজ এজেন্সি এএনআই এই দাবিকে ভুল বলে জানিয়েছে এবং নিশ্চিত করেছে যে বৈঠকে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে কোনো আলোচনা হয়নি। পাকিস্তানের সংবাদমাধ্যমে চালানো প্রতিবেদনে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে এএনআই উল্লেখ করেছে।

IND vs PAK: এগিয়ে থাকা ভারতের চিন্তার কারণ হতে পারেন পাকিস্তানের দু’জন

পাকিস্তানের জিও নিউজের সাংবাদিক ফয়জান লাখানি এক্স (টুইটারে) একটি পোস্ট শেয়ার করেন যেখানে তিনি দাবি করেন যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ক্রিকেট নিয়ে (IND vs PAK Champions Trophy 2025)আলোচনা করেছেন। তবে, এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, এ ধরণের কোনো আলোচনা ইসলামাবাদে হয়নি।

উল্লেখ্য, ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি। সর্বশেষ ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলেছিল।