HomeSports NewsIND vs NZ: কিউইদের বিরুদ্ধে রিচা ঘোষের দ্রুততম অর্ধশতরান

IND vs NZ: কিউইদের বিরুদ্ধে রিচা ঘোষের দ্রুততম অর্ধশতরান

- Advertisement -

মঙ্গলবার, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটসম্যান রিচা ঘোষ মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ভারতীয় মহিলা ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড করেছেন। কুইন্সটাউনের জন ডেভিস ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) চতুর্থ ওয়ানডেতে রিচা এই কৃতিত্ব অর্জন করেন।

টিম ইন্ডিয়া বৃষ্টি-বিঘ্নিত চতুর্থ ওয়ানডেতে ৬৩ রানে হেরে গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। জয়ের জন্য ১৯২ রান তাড়া করতে গিয়ে ভারত রিচা ঘোষের দুর্দান্ত হাফ সেঞ্চুরি সত্ত্বেও ১৭.৫ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায়।

   

শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ মাত্র ২৬ বলে চারটে বাউন্ডারি ও চারটে ছয়ের দৌলতে অর্ধশতরান করে। রিচা ৫২ রানের নক খেলে বিদায় নেন। প্রসঙ্গত, ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষ ভেদা কৃষ্ণমূর্তির রেকর্ড ভেঙেছেন, যিনি ফেব্রুয়ারি ২০১৮ সালে কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে ৩২ বলে পঞ্চাশে পৌঁছেছিলেন। চলতি ওডিআই সিরিজের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৩ বলে তৃতীয়-দ্রুততম অর্ধশতরানের রেকর্ডটি সাভনেনি মেঘনার নামে রয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular