বর্ডার-গাভাস্কার ট্রফির আগেই দলে এই ‘চমকপ্রদ’ পরিবর্তন আনছে বিসিসিআই

ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের মাঝে সবার নজর এখন আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির দিকে। ভারতীয় দল আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে এবং সেখানে ৫ টেস্ট ম্যাচের সিরিজ…

When Will Team India Be Announced for Australia Tour? Big Update - This Player Could Be the Surprise Package

ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের মাঝে সবার নজর এখন আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির দিকে। ভারতীয় দল আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে এবং সেখানে ৫ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচটি ২২ নভেম্বর পার্থে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে ভারতীয় দলের লক্ষ্য হল অস্ট্রেলিয়ায় টানা তৃতীয়বারের মতো সিরিজ জয়ের হ্যাটট্রিক করা, কারণ ইতিমধ্যেই তাঁরা সেখানে গত দুটি সিরিজে জয়ী হয়েছে। এছাড়াও আগামী বছর ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার আগে; অস্ট্রেলিয়াকে হারাতে পারলে প্রথম দল হিসাবে ফাইনাল খেলার সুযোগ পাবে ভারত। তাই সেই লক্ষ্যেই নিজেদের মেলে ধরতে চান রোহিত শর্মা এন্ড কোম্পানি।

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল নির্বাচন নিয়ে বড় আপডেট (IND vs AUS Team Announcement) সামনে এসেছে। ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষে সিলেকশন কমিটি মিটিং হতে পারে, যেখানে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হবে। তবে গৌতম গম্ভীরের দল মাঠে নামার আগেই ২২ নভেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজের আগে ভারতীয় দলকে ভারত এ দলের বিপক্ষে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে হবে।

   

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি সম্ভবত ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে। তবে একটি বিশেষজ্ঞ ফাস্ট বোলিং অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। হার্দিক পান্ডিয়া টেস্ট সিরিজের জন্য উপলব্ধ না থাকায়, বিকল্প হিসেবে হানুমা বিহারি ও শার্দুল ঠাকুরের নাম বিবেচনা করা হচ্ছে।

East Bengal FC : আক্রমণের ঝাঁঝে মশালের তেজ বাড়লেও স্বপ্ন ভাঙল রক্ষণভাগ

হানুমা বিহারির ব্যাটিং দক্ষতা ভালো হলেও, শার্দুল ঠাকুরের বোলিং শক্তিশালী। তবে দুজনের মধ্যে কেউই সম্পূর্ণ অলরাউন্ডারের ভূমিকা পালন করতে সক্ষম নয়। এ অবস্থায় নতুন মুখ হিসেবে নীতিশ কুমার রেড্ডিকে অভিষেক করানোর কথা ভাবা হচ্ছে, যিনি সম্প্রতি বাংলাদেশ সিরিজে ভালো পারফর্ম করেছিলেন। এছাড়াও সদ্য ঘরের মাঠে দ্বিশতরান করা পূজারাও সম্ভাব্য নির্বাচনের তালিকায় আছেন, যিনি আগের অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত পারফর্ম করেছিলেন।

কোচ হয়েও পাকিস্তানে ‘সাফাইকর্মীর’ কাজ করছেন গিলেস্পি

এখন দেখার বিষয় হবে, ভারতীয় দল কি শার্দুলকে আবারও সুযোগ দেয়, নাকি নতুন প্রতিভাকে আনার ঝুঁকি নেয়। তবে শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়া লাল বলের ক্রিকেটে নিজেকে ফের ফেরত আনার জন্য বরোদা ক্রিকেট মাঠে অনুশীলন শুরু করে দিয়েছেন। এছাড়াও অস্ট্রেলীয় সফরের প্রতিটি চ্যালেঞ্জ নেওয়ার জন্য রঞ্জি ক্রিকেটও খেলতে দেখা যেতে পারে ভারতের এই পেস বোলিং অলরাউন্ডারকে। তবে শেষমেশ কার কপালে শিকে ছেঁড়ে (IND vs AUS Team Announcement) সেটি জানার জন্যই এই মুহূর্তে মুখিয়ে রয়েছে ভারতীয় সমর্থকমহল।