Sunday, December 7, 2025
HomeSports NewsIND vs AFG: আফগানদের কাঁদিয়ে ছাড়লেন রিঙ্কু-শিবম

IND vs AFG: আফগানদের কাঁদিয়ে ছাড়লেন রিঙ্কু-শিবম

- Advertisement -

IND vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেল ভারত। কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত প্রত্যাশা মতো নোট লাভ করেছে টিম ইন্ডিয়া। এদিনের ম্যাচেও ফিনিশার হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন রিঙ্কু সিং। তবে শিবম দুবে না থাকলে ম্যাচের ফলাফল অন্য কিছু হতেই পারত।

আজ থেকে শুরু হয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি২০ সিরিজ। চলতি বছরে হতে চলা টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এবার ভারতের শেষ কুড়ি ওভারের সিরিজ। তাই আফগানিস্তানের বিরুদ্ধে হতে চলা প্রতিটা ম্যাচে দলের জন্য গুরুত্বপূর্ণ। ১৫ বল বাকি থাকতে আজকের ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। হাতে ছিল আরও ৬ উইকেট। ব্যাট করতে নেমে শুরুর দিকে চাপে পড়েছিল ভারত। তবে শেষ ভালো যার সব ভালো তার।

   

প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে ১৫৮/৫ করে আফগানিস্তান। মহম্মদ নবি দলের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেছেন। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল।

খেলাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে থাকলেও তাপমাত্রার পারদ ছিল নিম্নমুখী। ফিল্ডিং করতে মাঠে নামা দলকে পড়তে হয়েছিল চ্যালেঞ্জিং পরিস্থিতিতে। ফিল্ডারদের হাত গরম রাখার জন্য মোহালির মাঠে নিয়ে আসতে হয়েছিল গরম জলের ব্যাগ।

দ্বিতীয় ইনিংসের শুরুতে শূন্য রানে রান আউট হন রোহিত শর্মা। এরপর দলের বাকি ব্যাটসম্যানরা টিম গেমের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন জয়ের কাছে। শিবম দুবে ৪০ বলে ৬০ রানে অপরাজিত থেকেছেন। রিঙ্কু সিং ৯ বলে অপরাজিত ১৬ রান।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular