Mohun Bagan: ‘সব বিক্রি হয়ে গিয়েছে’ বলে বড়সড় আপডেট দিল মোহনবাগান

Mohun Bagan Super Giant

সন্ধ্যা হতে না হতেই সোল্ড আউট! যা ছিল সব বিক্রি নিয়ে গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা করল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ক্লাব সমর্থকদের কাছে সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বেশ কয়েক দিন দল নতুন মরসুমের জন্য নতুন জার্সি উন্মোচন করেছিল মোহন বাগান সুপার জায়ান্ট। নতুন সই করানো ফুটবলার এবং মোহন বাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে মাঝখানে রেখে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছিল জার্সি। নতুন জার্সি দেখে অনেকের ঠিক পছন্দ হচ্ছিল না প্রথম দিকে। আবার অনেকের জার্সি পছন্দ হয়ে গিয়েছিল প্রথম দর্শনের পরেই। মোহনবাগান সমর্থকদের কারো মতে, জোসে রামিরেস ব্যারেটোর সময়কার রেট্রো জার্সির ছোঁয়া রয়েছে ২০২৩ সালের এই সবুজ মেরুন জার্সিতে।

   

Mohun Bagan SG Unveils New Jersey

মোহনবাগান ক্লাবের মাঠে সমস্ত জল্পনার অবসান হয়েছিল। একবাক্যে সবাই মেনে নিয়েছিলেন, সেরা হয়েছে জার্সি। আসলে সবুজ মেরুনের সঙ্গে দুদিকে সাদা স্ট্রাইপ যত সমস্যার কারণ হয়ে উঠেছিল। মোহন বাগান সুপার জায়ান্টের নতুন সই করা ফুটবলাররা যখন সেই জার্সি পরে মাঠে নেমেছিলেন তখন সত্যি আরও খুলেছিল জার্সির রঙ। বৃষ্টি ভেজা ময়দানে জেসন কামিংস, আর্মান্দ সাদিকু, অনিরুদ্ধ থাপারা নতুন জার্সি পরে এসেছিলেন গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে।

বিক্রি শুরু হতে না হতেই কার্যত জন জোয়ার। ক্লাবের তাঁবু থেকে হুহু করে বিক্রি হল জার্সি। সন্ধ্যা হতে না হতেই স্টক শেষ। আবার পাওয়া যাবে সোমবার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন