ইডেনে নাইটদের ‘অক্সিজেন ম্যাচে’ শেষ ভরসা স্পিন জাদু !

বুধবার, ইডেন গার্ডেন্স সাক্ষী হতে চলেছে আইপিএলের (IPL 2025) এক গুরুত্বপূর্ণ দ্বৈরথ। কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম চেন্নাই সুপার কিংস (CSK) । তবে গ্ল্যামার আর…

in IPL 2025 KKR vs CSK high voltage match

বুধবার, ইডেন গার্ডেন্স সাক্ষী হতে চলেছে আইপিএলের (IPL 2025) এক গুরুত্বপূর্ণ দ্বৈরথ। কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম চেন্নাই সুপার কিংস (CSK) । তবে গ্ল্যামার আর উত্তেজনার সেই চেনা ছোঁয়া নেই এদিনের ম্যাচে।

যুদ্ধ আবহে ‘অপারেশন সিঁদুরে’র ধাক্কায় IPL ২০২৫! বদলাতে পারে ট্রাভেল প্ল্যান

   

চেন্নাইয়ের প্লে-অফ স্বপ্ন শেষ আগেই। আর কলকাতার ভাগ্য আজকের ম্যাচেই অনেকটা নির্ধারিত হয়ে যেতে পারে। হার মানেই কার্যত ছুটি। এমনকি সব ম্যাচ জিতলেও প্লে-অফে যাওয়ার নিশ্চয়তা নেই নাইটদের জন্য। তাই প্রতিটি ম্যাচ এখন তাদের জন্য ‘ভেন্টিলেটরে বাঁচার লড়াই’।

এরই মধ্যে ম্যাচের আগের সন্ধ্যায় শহরে জল্পনা আরও বেড়ে যায় যখন চেন্নাই দলের বাস থেকে নামতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। তিন দিন ধরে হোটেলবন্দি তিনি। ম্যাচের আগের দিনেও অনুশীলনে যাননি। যদিও পরে চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স জানিয়েছেন, ধোনি খেলবেন। তবে সেটা হতে পারে কেবল ক্যামিও, শেষ দিকের ওভারে কিছুক্ষণের জন্য ডাগ আউটে উপস্থিতি।

ধোনির তরুণ ব্রিগেডের সামনে বাঁচা-মরার লড়াইয়ে KKR ?

তবুও আজকের ম্যাচের আসল রসদ লুকিয়ে আছে মাঠের ২২ গজে। নাইটদের জয়-পরাজয়ের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন নারিন-বরুণ জুটি। স্পিনে ভর করেই শেষ হোম ম্যাচে জয় ছিনিয়ে এনেছিল কেকেআর। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ নামবেন তাঁরা। সঙ্গে রিঙ্কু সিং ফিরছেন বলে জানিয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। চোট কাটিয়ে তাঁর ফেরাটা নিঃসন্দেহে দলে স্বস্তি দিচ্ছে। আন্দ্রে রাসেলও শেষ ম্যাচে রান পেয়েছেন, যা দলে বাড়তি অক্সিজেন জোগাবে।

তবে চিন্তা আছে ভেঙ্কটেশ আইয়ারের ফর্ম নিয়ে। ধারাবাহিকতা হারানো এই ব্যাটার গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় ইনিংস খেলতে পারছেন না। তাঁর ফর্ম নিয়ে কোচিং স্টাফরাও উদ্বিগ্ন।

ইস্টবেঙ্গলের এই তরুণ ফুটবলারের দিকে নজর ওডিশা সহ একাধিক ক্লাবের

চেন্নাই শিবিরে যদিও নামের জৌলুস আছে, কিন্তু দল হিসেবে ছন্দে নেই তারা। জাডেজা-অশ্বিন থাকলেও নাইটদের বেশি চিন্তায় ফেলছেন নূর আহমাদ। কেকেআরের ব্যাটারদের জন্য তিনি হতে পারেন বড় কাঁটা। আবার ব্যাটিং বিভাগে চেন্নাইয়ের বড় নামদের পাশে উঠে আসছেন নতুন মুখ আয়ুশ, যিনি ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিতে পারেন।

এদিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে, যা ম্যাচের উপর প্রভাব ফেলতে পারে। তবে তার থেকেও বড় প্রশ্ন—ইডেনের গ্যালারি কতটা ভরে উঠবে? ধোনিকে হয়তো শেষবার দেখতে অনেকে আসবেন। কিন্তু সেই আগ্রহে আজ একটু যেন ক্লান্তির ছোঁয়া। কলকাতার সমর্থকরা এবার দেখতে চান তাঁদের ঘরের ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ে থাকুক।

মানোলোর আতসকাঁচে জাতীয় দলে সুযোগ তিন তরুণ তুর্কির!

সব মিলিয়ে আজকের ম্যাচ একপ্রকার ‘অক্সিজেন ম্যাচ’ কেকেআরের কাছে। হারলে সব শেষ, জিতলেও নিঃশ্বাস টিকিয়ে রাখতে হবে অন্য দলের ফলাফলের উপর নির্ভর করে। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে নারিন-বরুণ, রিঙ্কু-রাসেলদের উপর। আর গ্যালারির আশায়—হোক না একবার গর্জন, শেষ হোম ম্যাচে যেন সাদা-কালো পতাকা আবার দুলে ওঠে ইডেনের আকাশে।

Advertisements