সাত দিনের বিশ্রামের পর আবারও মাঠে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবার কল্যাণী স্টেডিয়ামে কলকাতা লিগের (CFL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ কলকাতা কাস্টমস (Calcutta Customs)। এদিন ম্যাচের মাধ্যমেই ঘরোয়া লিগে জয়ের পথে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বিনো জর্জের (Bino George) দল।
গত মঙ্গলবার বিএসএসের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছিল লাল-হলুদ শিবিরের। ফলে খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। দলের প্রস্তুতিতেও এসেছে গতি। তবে দলের কিছু দুর্বলতা এখনো কাটেনি, যা কোচ বিনো জর্জকে ভাবাচ্ছে।
সুরুচি সংঘের বিরুদ্ধে ড্র করার ম্যাচে স্পষ্ট হয়েছিল, ইস্টবেঙ্গলের প্রধান সমস্যা আক্রমণভাগে ধারহীনতা। সেই ম্যাচে অনুপস্থিত ছিলেন মনোতোষ মঝি ও জেসিন টিকে। চোটের কারণে খেলতে পারেননি দু’জনেই। মাঝমাঠে বল দখলে রেখেও সেভাবে আক্রমণের ঢেউ তোলা যায়নি। ফলে গোলশূন্য ড্রয়ে শেষ হয় লড়াই। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার ম্যাচের আগে জেসিনকে দলে ফেরাতে মরিয়া কোচ।
অন্যদিকে, কার্ড সমস্যার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্ডার সুমন দে। তাঁর জায়গায় প্রভাত লাকরাকে দলে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন কোচ। শুক্রবার রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে দলের সঙ্গে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন প্রভাত, যেটি পরিষ্কার ইঙ্গিত যে তিনি প্রথম একাদশে জায়গা পেতে চলেছেন।
কলকাতা কাস্টমস ঘরোয়া লিগে বরাবরই চ্যালেঞ্জিং দল হিসেবে পরিচিত। তাদের রক্ষণ ও মাঝমাঠ বেশ জমাট। তবে ইস্ট বেঙ্গলও আত্মবিশ্বাসী। লিগের প্রথম ম্যাচে মেসারার্সের বিরুদ্ধে ৭-০ ব্যবধানে জয়ের পর সুরুচির বিরুদ্ধে হোঁচট খেলেও কোচ বিনো জর্জ চাইছেন সেই গোলমেশিন ফর্মে ফিরতে। অনুশীলন শেষে কোচ বিনো জর্জ বলেন, “কাস্টমস শক্ত প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত। আমাদের লক্ষ্য একটাই তিন পয়েন্ট।” তাই আজকের ম্যাচে দল কেমন পারফর্ম করে, সেটাই ঠিক করে দেবে ঘরোয়া লিগের শীর্ষে থাকার দৌড়ে লাল-হলুদরা কতটা এগিয়ে থাকবে।
East Bengal vs Calcutta Customs match in CFL 2025