ATK Mohun Bagan: জামশেদপুরের বিরুদ্ধে ম‍্যাচে চোট পেলেন মোহনবাগানের গুরুত্বপূর্ণ ফুটবলার

বৃহস্পতিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ম‍্যাচে ড্র করেছিল এটিকে মোহনবাগান‌ (ATK Mohun Bagan)। টানা দুই ম‍্যাচ জয় অধরা, তাই দলের কোচ জুয়ান ফেরান্দোর উপর স্বাভাবিক ভাবেই এখন ক্ষেপে আছে সবুজ মেরুন সমর্থকরা‌।

Carl McHugh

বৃহস্পতিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ম‍্যাচে ড্র করেছিল এটিকে মোহনবাগান‌ (ATK Mohun Bagan)। টানা দুই ম‍্যাচ জয় অধরা, তাই দলের কোচ জুয়ান ফেরান্দোর উপর স্বাভাবিক ভাবেই এখন ক্ষেপে আছে সবুজ মেরুন সমর্থকরা‌। ফুটবল এক্সপার্টরা বলছেন এটিকে মোহনবাগানের এই অবস্থার জন্য অন‍্যতম দায়ী জুয়ান ফেরান্দো।

আরও পড়ুন: SSC scam: সুবীরেশের বিরুদ্ধে হাইকোর্টের একগুচ্ছ নির্দেশে মাথায় হাত ‘বড়মাথা’দের

   

জনি কাউকো চোট পেয়ে ছিটকে যাওয়ার পর গত জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে একজন বক্সের স্ট্রাইকার নিয়ে আসার প্রয়োজন ছিল এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দোর। কিন্তু জুয়ান ফেরান্দো স্ট্রাইকার না নিয়ে আসার ফলে ভীষণ ভুগছে সবুজ মেরুন শিবির। সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলে একটা বিষয় নিশ্চিত যে এই দলটার একজন প্রপার বক্সের স্ট্রাইকারের ভীষণ প্রয়োজন ছিল। গত কাল ম‍্যাচ হারার পর সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো দলের চোটাঘাতকেই দায়ী করেছেন।

আরও পড়ুন: Tripura Election 2023: মোদীর সফরের আগেই ‘গ্যাস’ দেবে বলেছে বিজেপি, মানিকের দাবি ফের জুমলা

ফেরান্দো বলেছেন, গতবছর জুলাই মাস থেকে অনুশীলন শুরু হয়েছে তাই দলের ফুটবলাররা এখন স্বাভাবিক ভাবেই খানিকটা ক্লান্ত। তবে পরিশ্রম করতে পারলে আরো ভালো পারফরম্যান্স দেবে এটিকে মোহনবাগান। কিন্তু আর কতো পরিমাণ পরিশ্রম আর করবে ফেরান্দোর দল। সেটা নিয়েই এখন প্রশ্ন উঠেছে।প্রায় প্রতি ম‍্যাচেই দলের কোনও না কোনও ফুটবলার চোট পাচ্ছে এটিকে মোহনবাগানের।

আরও পড়ুন: Adani Group: আগামী মাসের মধ্যে চার হাজার কোটি টাকার ঋণ শোধ করবে আদানি গ্রুপ

বিষয়টি অন‍্যতম চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে এটিকে মোহনবাগানের। এই ম‍্যাচে চোট পেয়েছেন কার্ল ম‍্যাঘেউ। প্রায় প্রতি ম‍্যাচেই এটিকে মোহনবাগানের কোনও না কোনও ফুটবলার চোট পাচ্ছেন। আর সেই চোট পাওয়ার পর সেরে উঠতে সময় লাগছে দুই তিন ম‍্যাচ। এক্ষেত্রে দলের ফিজিওর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।